পাহাড়ের সঙ্গে আত্মীয়তা, আবেশের বিয়েতে দার্জিলিং যাচ্ছেন মমতা, বড়কর্তা ফিরহাদ

বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যরা কার্শিয়াং পৌঁছে গিয়েছেন।

আগামী ৭ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভাই তথা তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান আবেশ। তিনি পেশায় চিকিৎসক। তাঁর বিয়ে ঘিরে বন্দ্যোপাধ্যায় বাড়িতে এখন আনন্দের মেজাজ। আবেশ কলকাতার একটি বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন।পরিবার সূত্রে জানা গিয়েছে, কলেজের সহপাঠী দীক্ষা ছেত্রীর সঙ্গে বিয়ে হতে চলেছে তাঁর। তবে শহরের কোথাও বসছে না বিয়ের আসর। আবেশের বিয়ে হবে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে। কারণ পাত্রী দীক্ষা কার্শিয়াংয়ের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যরা কার্শিয়াং পৌঁছে গিয়েছেন।যদিও কলকাতার ইকো পার্কে ঝাঁ চকচকে রিসেপশন হবে বলে জানা গিয়েছে।

ভাইয়ের বিয়েতে থাকছেন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়।এমনকী,ভাইপোর বিয়েতে কার্শিয়াংয়ে উপস্থতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সোমবার বিধানসভায় বেশ খোশমেজাজেই পাওয়া গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। এদিন তিনি বলেন, অনেকে ভাবে তো দার্জিলিং আলাদা। পাহাড়ের লোকেরাও অনেক সময় বলেন। বাংলা থেকে দার্জিলিংকে আলাদা করার চক্রান্ত হয় মাঝে মধ্যে। ১০ বছর পরপর দার্জিলিংয়ে অশান্তি হয়। আমার ভাইপোর বিয়ে। সে নিজে ডাক্তার। বিয়ে করছে কার্শিয়াংয়ের পাহাড়ি মেয়েকে। আমি তাই পাহাড়ের সঙ্গে রক্তের মেলবন্ধন করার জন্য, হৃদয়ের মেলবন্ধন করার জন্য যাচ্ছি। আর এই বিয়ের বরকর্তা ববি হাকিম। ও আমার ভাইপোর ভিক্ষা বাবা, ওর স্ত্রী ভিক্ষা মা। এটাই হচ্ছে আমরা, আমরা সকলে। আমাদের সোনার বাংলা। এটাই সম্প্রীতি, সংস্কৃতি, সংহতি, উন্নতির পীঠস্থান বাংলা।

অভিষেক সোমবারই পৌঁছে গিয়েছেন কার্শিয়াংয়ে। বুধবার যাবেন মুখ্যমন্ত্রী।

Previous articleঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে কী বললেন SKY?
Next articleআসেনি আমন্ত্রণ পত্র, ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের যোগদান নিয়ে ধোঁ.য়াশা