Sunday, August 24, 2025

ব্যক্তিগত জিনিস চেয়েও ফেরত পাচ্ছেন না, ইডির বিরুদ্ধে আদালতে নালিশ মানিকের

Date:

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতারি নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।এবার ইডির বিরুদ্ধে সরাসরি আদালতে নালিশ করলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় মাঝরাতে ইডি দফতরে গ্রেফতার করা হয় তাকে।বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর স্ত্রী ও পুত্রকেও গ্রেফতার হতে হয়েছিল। কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত বেশ কিছু জিনিস নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফেরত দেয়নি তাঁকে বলে অভিযোগ তুললেন মানিক। তাঁর ব্যক্তিগত জিনিস আটকে রাখা হয়েছে বলে রীতিমতো নালিশ করলেন তিনি।

কী সেই জিনিস? আংটি, পৈতে, মাদুলি- এসব নাকি বারবার চেয়েও পাচ্ছেন না তিনি। মঙ্গলবার নিয়োগ মামলার শুনানিতে বিচারকের কাছে এমনই অভিযোগ জানান তিনি।এদিন আদালতে বিচারকের উদ্দেশে মানিক ভট্টাচার্য বলেন, গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমার কিছু ব্যক্তিগত জিনিস নিয়ে নেন।বিচারকের প্রশ্নের জবাবে মানিক জানান, গ্রেফতারের দিন ইডি অফিসাররা রাত ১২ টা নাগাদ কিছু জিনিস নিয়ে নেন। একাধিকবার বলেছি। বারবার বলছে দিয়ে দেবে, কিন্তু দিচ্ছে না।

মানিক আরও জানান, তিনি পিপি-কে বলেছেন। এ কথা শুনে বিচারক বলেন, “তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।” মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।এই নালিশ শুনে অন্যান্য আইনজীবীরা পরস্পরের মুখের দিকে তাকাতে শুরু করেন। কারণ এগুলি ইডি আটকে রেখেছে কেন?‌ তা কেউ বুঝতে পারছেন না।

মানিক আদালতে জানান, তিনি পাবলিক প্রসিকিউটরকে বলেছেন। বিচারক বলেন, তা হলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান। মানিক আবেদন করলে তখন পরবর্তী নির্দেশ দেবেন বলে জানান বিচারক।

 

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version