Friday, November 14, 2025

বিকট শব্দ, প্রচল কম্পন আর তারপরই পাহাড় ফেটে প্রবল গরম লাভার বর্ষণ। মুহূর্তে বদলে গেল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের (Sumatra Island) মাউন্ট মারাপি (Mount Marapi) সংলগ্ন এলাকা। স্থানীয় নাগরি লাসি গ্রামের মানুষ দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিলেন। কিন্তু পাহাড়ের ওপর তখনও ৭৫ জন পর্বতারোহী (Mountaineer) যে রয়ে গিয়েছে! কী হল তাঁদের? দ্রুত পর্বতারোহীদের খোঁজে সার্চ পার্টি পাঠালো সুমাত্রা প্রশাসন। ততক্ষণে প্রায় ৪৯ জন গরম লাভা আর ছাইয়ের প্রভাবে আহত।

সুমাত্রার মাউন্ট মারাপি একটি সক্রিয় আগ্নেয়গিরি (Active volcano)। সরকারি অনুমতি নিয়ে সেখানে পর্বতারোহনেরও ব্যবস্থা রয়েছে। তবে আগ্নেয়গিরির গিরিমুখের কাছে যাওয়া নিয়ে রয়েছে সরকারি নিষেধাজ্ঞাও। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই শনিবার উঠে গিয়েছিল একদল পর্বতারোহী। তারপর রবিবার হঠাৎ অগ্নুৎপাত (Volcanic eruption) শুরু করে মারাপি। লাভার প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় ১.৫ কিমি এলাকা। কালো ধোঁয়া, গরম লাভার ছাইয়ে ঢেকে যায় তারও আশেপাশের এলাকা। শেষ খবর পাওয়া অনুযায়ী মঙ্গলবারও একটানা অগ্নুৎপাত করে চলেছে মারাপি।

মারাপি জেগে ওঠার পরই পর্বতারোহীদের খোঁজে উদ্ধারকারী দল পাঠায় প্রশাসন। সোমবার উদ্ধার হয় ১১ জন পর্বতারোহীর দেহ। মঙ্গলবার সকালেও উদ্ধার হয় ২ জনের দেহ। এখনও নিখোঁজ ১০ পর্বতারোহী। তবে ছাইয়ে ঢেকে যাওয়া ও দৃশ্যমানতা কম হওয়ার জন্য বারবার বাধা পাচ্ছে উদ্ধার কাজ। পর্বত থেকে স্ট্রেচারে করে এক এক করে নামাতে হচ্ছে মৃত ও আহতদের। নিখোঁজ পর্বতারোহীদের আত্মীয়রা এখনও পরিবারের মানুষের বেঁচে ফেরার আশায় উদ্ধারকারী দলের সঙ্গে অপেক্ষা করছেন। তবে মঙ্গলবারও অগ্নুৎপাত জারি রয়েছে মারাপি পর্বত থেকে।

Related articles

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...

দিঘা পলাতক ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে! তদন্তে পুলিশ

দিঘা  থেকে পালানো ছাত্ররা উদ্ধার নিউটাউনের হোটেলে। দিঘার (Digha)একটি স্কুলের একাধিক স্কুল ছাত্ররা নিখোঁজ ছিলেন। অবশেষে তাদের খোঁজ...

Over rated-Over hyped! অভিষেকের মন্তব্যই মিলে গেল বিহারে পিকে-র দলের ভরাডুবিতে

নির্বাচনের আগে এত লাফালাফি। নিজেকে প্রায় কিং মেকারের ভূমিকায় রেখে প্রচার চালিয়েছিলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)...
Exit mobile version