Monday, November 10, 2025

ঐক্যবদ্ধ হওয়ার দিন, আবার খেলা হবে: সংহতি দিবসে বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

৬ ডিসেম্বর। সংহতি দিবস। আর সেই উপলক্ষ্যে তৃণমূলের সংখ্যালঘু সেলের মেয়ো রোডে স‌ংহতি সমাবেশে একজোট হয়ে থাকার বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘‘অনেক কুৎসা হচ্ছে। তাতে কান দেবেন না। আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন। ঐক্যবদ্ধ হওয়ার দিন।’’ আবার খেলা হবে- মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে মনে রেখে প্রতিবছর স‌ংহতি সমাবেশ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। বুধবার, কার্শিয়াঙে রওনা দেন মমতা (Mamata Banerjee)। সেই কারণে সশরীরে সভাবেশএ উপস্থিত থাকতে পারেননি। তিনি ফোনে বক্তৃতা করেন। মাইকের সামনে সেই মোবাইল ফোন ধরে নেত্রীর বার্তা শোনান মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিজেপির বিরুদ্ধে বিভাজনের বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ’’আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন। ঐক্যবদ্ধ হওয়ার দিন।’’ তৃণমূল (TMC) সুপ্রিমোর কথায়, ‘‘আমরা ধর্মস্থানকে সম্মান করি। কিন্তু কেউ কেউ ধর্মস্থানের নাম করে ভুল বোঝাচ্ছে।’’ রাজনৈতিক মহলের মতে, নাম না করে আসলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে নিশানা করেছেন তিনি।

এরপরেই ২০২১-এর নির্বাচনের আগে সবচেয়ে চর্চিত স্লোগান তুলে তৃণমূল সভানেত্রী বলেন, ’’আবার খেলা হবে। বিজেপিকে হটাও, বিভেদ দূর করো।’’

তিন রাজ্যের ভোটের ফল ফের নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘‘ভোট ভাগাভাগির কারণে ওখানে বিজেপি জিতে গিয়েছে। ওটা বিজেপির জয় নয়। একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব। বাংলা চায় বিজেপির পরাজয়। বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে।’’

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version