Sunday, May 11, 2025

৬ ডিসেম্বর। সংহতি দিবস। আর সেই উপলক্ষ্যে তৃণমূলের সংখ্যালঘু সেলের মেয়ো রোডে স‌ংহতি সমাবেশে একজোট হয়ে থাকার বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘‘অনেক কুৎসা হচ্ছে। তাতে কান দেবেন না। আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন। ঐক্যবদ্ধ হওয়ার দিন।’’ আবার খেলা হবে- মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে মনে রেখে প্রতিবছর স‌ংহতি সমাবেশ করে তৃণমূলের সংখ্যালঘু সেল। বুধবার, কার্শিয়াঙে রওনা দেন মমতা (Mamata Banerjee)। সেই কারণে সশরীরে সভাবেশএ উপস্থিত থাকতে পারেননি। তিনি ফোনে বক্তৃতা করেন। মাইকের সামনে সেই মোবাইল ফোন ধরে নেত্রীর বার্তা শোনান মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিজেপির বিরুদ্ধে বিভাজনের বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, ’’আপনারা বিভক্ত হলে বিজেপির লাভ। আজকে শপথ নেওয়ার দিন। ঐক্যবদ্ধ হওয়ার দিন।’’ তৃণমূল (TMC) সুপ্রিমোর কথায়, ‘‘আমরা ধর্মস্থানকে সম্মান করি। কিন্তু কেউ কেউ ধর্মস্থানের নাম করে ভুল বোঝাচ্ছে।’’ রাজনৈতিক মহলের মতে, নাম না করে আসলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে নিশানা করেছেন তিনি।

এরপরেই ২০২১-এর নির্বাচনের আগে সবচেয়ে চর্চিত স্লোগান তুলে তৃণমূল সভানেত্রী বলেন, ’’আবার খেলা হবে। বিজেপিকে হটাও, বিভেদ দূর করো।’’

তিন রাজ্যের ভোটের ফল ফের নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘‘ভোট ভাগাভাগির কারণে ওখানে বিজেপি জিতে গিয়েছে। ওটা বিজেপির জয় নয়। একত্রিত থাকলে বিজেপিকে হারানো সম্ভব। বাংলা চায় বিজেপির পরাজয়। বাংলা চেয়ারের জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করবে।’’

Related articles

সংঘর্ষ বিরতি লঙ্ঘন! পাকিস্তানকে প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা: মিশ্রি

দায়িত্বশীল ভূমিকা পালন করে সংঘর্ষ বিরতি মানছে ভারত। কিন্তু চুক্তি ভেঙে কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের হামলা চালিয়েছে পাকিস্তান...

ফের পাক প্ররোচনা! সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, হামলায় শহিদ BSF সাব ইন্সপেক্টর

ফের সীমান্তে পাক প্ররোচনা। শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও জম্মু-কাশ্মীরে গোলাবার্ষণ করছে পাকিস্তানি সেনা। ৩...

সংঘর্ষ বিরতির পরে আইপিএল-এর ভবিষ্যৎ কী: রবিবার বৈঠকে সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য সাময়িক স্থগিত করা হয়েছিল আইপিএল (IPL)। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া...

উত্তেজনার আবহে বাজারে টাস্কফোর্সের হানা!  মুখ্যমন্ত্রীর নির্দেশে কালোবাজারি রুখতে নজরদারি

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে রাজ্যে বাজারে জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী...
Exit mobile version