Saturday, January 10, 2026

ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Date:

Share post:

বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের ন্যায়সংহিতা বিল প্রস্তাবের কড়া সমালোচনা করল তৃণমূল (TMC)। মঙ্গলবারের পর আজ বুধবারেও বিধানসভায় আলোচনা হয়। সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা প্রস্তাবিত বিলগুলির পক্ষে ও বিপক্ষে আলোচনায় অংশ নেন। এদিন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) বিষয়টি উত্থাপন করে বলেন এর মাধ্যমে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। সরকারপক্ষের বিধায়কেরা এই বিলগুলিকে কালা কানুন বলে চিহ্নিত করেন। এই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন পুলিশ নয় মানুষ শেষ কথা বলবেন। এরপর আজ আইনমন্ত্রীর মুখেও শোনা গেল সেই একই কথা।

এদিন বিশাল লামা, শঙ্কর ঘোষের মতো বিজেপি সদস্যরা প্রস্তাবিত আইন গুলিকে সমর্থন করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশ ব্রিটিশদের তৈরি করা দন্ডবিধিকে বহন করে চলেছে। সেইকারণে পরিবর্তন দরকার। আলোচনার শেষে বিরোধীদের দাবি মেনে প্রস্তাবটিকে অধ্যক্ষ ভোটাভুটির জন্য পেশ করেন। ভোটাভুটি চলাকালীন রাজ্য সরকার বিরোধী দলের তরফে অযথা হট্টগোল করে উত্তেজনার পরিস্থিতি তৈরির চেষ্টা হয় বলে অভিযোগ। অধিকাংশ বিজেপি বিধায়ক ভোটাভুটির ফল সামনে আসার আগেই বাইরে বেরিয়ে যান। আসলে ভোটাভুটি চলাকালীন নিয়ম মত অধিবেশন কক্ষের দরজা বন্ধ করে দেওয়ার পরেও সরকারপক্ষের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক ভিতরে প্রবেশ করেন বলে বিরোধীরা অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে তাঁরা লিখিত অভিযোগ জানাবেন বলেও মন্তব্য করেন।

spot_img

Related articles

৩১ মার্চের মধ্যে খাদানের কাজ শুরু, ২৫ হাজার কর্মসংস্থান: আশ্বাস অভিষেকের, ডিজি মাইনিং-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বাঁকুড়া জেলার পাথর খাদান এলাকায় দাঁড়িয়ে বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

মোদি রাজ্যে অমিতাভকে হেনস্থা! ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে 

নরেন্দ্র মোদি - অমিত শাহের গুজরাটে আক্রান্ত বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)!সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর (indian...

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...