Saturday, November 8, 2025

ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Date:

বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের ন্যায়সংহিতা বিল প্রস্তাবের কড়া সমালোচনা করল তৃণমূল (TMC)। মঙ্গলবারের পর আজ বুধবারেও বিধানসভায় আলোচনা হয়। সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা প্রস্তাবিত বিলগুলির পক্ষে ও বিপক্ষে আলোচনায় অংশ নেন। এদিন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) বিষয়টি উত্থাপন করে বলেন এর মাধ্যমে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। সরকারপক্ষের বিধায়কেরা এই বিলগুলিকে কালা কানুন বলে চিহ্নিত করেন। এই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন পুলিশ নয় মানুষ শেষ কথা বলবেন। এরপর আজ আইনমন্ত্রীর মুখেও শোনা গেল সেই একই কথা।

এদিন বিশাল লামা, শঙ্কর ঘোষের মতো বিজেপি সদস্যরা প্রস্তাবিত আইন গুলিকে সমর্থন করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশ ব্রিটিশদের তৈরি করা দন্ডবিধিকে বহন করে চলেছে। সেইকারণে পরিবর্তন দরকার। আলোচনার শেষে বিরোধীদের দাবি মেনে প্রস্তাবটিকে অধ্যক্ষ ভোটাভুটির জন্য পেশ করেন। ভোটাভুটি চলাকালীন রাজ্য সরকার বিরোধী দলের তরফে অযথা হট্টগোল করে উত্তেজনার পরিস্থিতি তৈরির চেষ্টা হয় বলে অভিযোগ। অধিকাংশ বিজেপি বিধায়ক ভোটাভুটির ফল সামনে আসার আগেই বাইরে বেরিয়ে যান। আসলে ভোটাভুটি চলাকালীন নিয়ম মত অধিবেশন কক্ষের দরজা বন্ধ করে দেওয়ার পরেও সরকারপক্ষের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক ভিতরে প্রবেশ করেন বলে বিরোধীরা অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে তাঁরা লিখিত অভিযোগ জানাবেন বলেও মন্তব্য করেন।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version