Tuesday, November 11, 2025

সম্প্রতি ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ (World Cup Cricket) ফাইনালে ভারতের পরাজয়ে উৎসব পালন করতে দেখা গিয়েছে প্রতিবেশী দেশের অনেক জায়গায়। আবার বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়দের পাশেও দাঁড়াতে দেখা যায়নি বাঙালিকে। তারই মধ্যে হঠাৎ বুধবার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর (Obstructing the field) জেরে আউট বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। সেই ভিডিও ভাইরাল হতে বিন্দুমাত্র দেরি হয়নি। আর সেই সুযোগ যথার্থভাবে জনসচেতনতায় কাজে লাগিয়ে ফেলল কলকাতা পুলিশ (Kolkata Police)।

বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড (New Zealand) দ্বিতীয় টেস্ট চলাকালীন একটি শর্ট বল খেলার পর বলটি ডেড হওয়ার আগে আচমকা হাত দিয়ে ধরে ফেলেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের আবেদনে তৃতীয় আম্পায়ার (Third umpire) ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের সিদ্ধান্ত জানান। শোরগোল পড়ে যায় ক্রিকেট বিশ্বে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও নজর এড়ায়নি কলকাতা পুলিশের। সম্প্রতি সাইবার প্রতারণা (Cyber threat) থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়াতেই বেশি করে সেই প্রচার চালানো হচ্ছে। মুশফিকুর রহিমের হাত দিয়ে বল ধরে আউট হওয়ার ঘটনাকে সাইবার প্রতারণার বিজ্ঞাপনে ব্যবহার করতে একটুও ভুল করেননি তাঁরা।

কলকাতা পুলিশের বিজ্ঞাপনে মুশফিকুরের গ্লাভস দিয়ে বল ধরার ছবি দিয়ে বলা হয়েছে বল ছুঁলেই গ্যাঁড়াকল। ঠিক সেই ভাবেই লিঙ্ক ছুঁলেও গ্যাঁড়াকল হবে। অর্থাৎ না জেনে বল ধরে যেভাবে আউট হয়েছেন প্রতিবেশী দেশের ক্রিকেটার, ঠিক সেভাবে অজানা লিঙ্কে ক্লিক করলে হবে বিপদ।

আরও পড়ুন- ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...
Exit mobile version