Thursday, August 28, 2025

সম্প্রতি ক্রিকেট নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশ্বকাপ (World Cup Cricket) ফাইনালে ভারতের পরাজয়ে উৎসব পালন করতে দেখা গিয়েছে প্রতিবেশী দেশের অনেক জায়গায়। আবার বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া বাংলাদেশের খেলোয়াড়দের পাশেও দাঁড়াতে দেখা যায়নি বাঙালিকে। তারই মধ্যে হঠাৎ বুধবার ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর (Obstructing the field) জেরে আউট বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। সেই ভিডিও ভাইরাল হতে বিন্দুমাত্র দেরি হয়নি। আর সেই সুযোগ যথার্থভাবে জনসচেতনতায় কাজে লাগিয়ে ফেলল কলকাতা পুলিশ (Kolkata Police)।

বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড (New Zealand) দ্বিতীয় টেস্ট চলাকালীন একটি শর্ট বল খেলার পর বলটি ডেড হওয়ার আগে আচমকা হাত দিয়ে ধরে ফেলেন। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের আবেদনে তৃতীয় আম্পায়ার (Third umpire) ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের সিদ্ধান্ত জানান। শোরগোল পড়ে যায় ক্রিকেট বিশ্বে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও নজর এড়ায়নি কলকাতা পুলিশের। সম্প্রতি সাইবার প্রতারণা (Cyber threat) থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়াতেই বেশি করে সেই প্রচার চালানো হচ্ছে। মুশফিকুর রহিমের হাত দিয়ে বল ধরে আউট হওয়ার ঘটনাকে সাইবার প্রতারণার বিজ্ঞাপনে ব্যবহার করতে একটুও ভুল করেননি তাঁরা।

কলকাতা পুলিশের বিজ্ঞাপনে মুশফিকুরের গ্লাভস দিয়ে বল ধরার ছবি দিয়ে বলা হয়েছে বল ছুঁলেই গ্যাঁড়াকল। ঠিক সেই ভাবেই লিঙ্ক ছুঁলেও গ্যাঁড়াকল হবে। অর্থাৎ না জেনে বল ধরে যেভাবে আউট হয়েছেন প্রতিবেশী দেশের ক্রিকেটার, ঠিক সেভাবে অজানা লিঙ্কে ক্লিক করলে হবে বিপদ।

আরও পড়ুন- ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version