Wednesday, November 26, 2025

বেঙ্গালুরুর পর এবার দিল্লি পাবলিক স্কুলে বো.মাতঙ্ক! চলছে জোর ত.ল্লাশি

Date:

Share post:

বেঙ্গালুরুর (Bengaluru) পর এবার জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। এবার উপত্যকার স্কুলে বোমাতঙ্কের (Bomb) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে জম্মুর দিল্লি পাবলিক স্কুলে (Delhi Public School) এমন খবর ছড়িয়ে পড়তেই হুলস্থূল বেঁধে যায়। পুলিশ সূত্রে খবর, এদিন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে স্কুলে বোমা রাখা আছে বলে জানায়। এরপরই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে জম্মুর এই হাই প্রোফাইল স্কুলে।

তবে ফোন আসতেই স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক-অশিক্ষক কর্মীদের বের করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড (Bomb Squad) এবং সেনা পুলিশ। স্কুলের ভিতর ও বাইরে জোরকদমে চলছে তল্লাশি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত স্কুলে কিছুই পাওয়া যায়নি। তবে যে ফোন নম্বর থেকে এই হুমকি ফোন এসেছে সেই নম্বরটির সূত্র ধরে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়া থেকে শিক্ষক ও অভিভাবক সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হুমকিটি ভুয়ো কী না তা খতিয়ে দেখতে একপ্রকার চিরুনি তল্লাশি চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। এদিন স্কুলের ভিতরে ও বাইরে স্নিফার ডগ এবং মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। একটি একটি করে শ্রেণিকক্ষে তল্লাশি চালিয়ে সেখানে বোমা না পেয়ে পরে ছাত্রছাত্রীদের সেই ক্লাসরুমে বসানো হয়। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ খবর দেয় অভিভাবকদেরও। তাঁদের আতঙ্কিত হতে বারণ করা হয়।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বেঙ্গালুরুর কমপক্ষে ৫৫ স্কুলে একসঙ্গে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনও স্কুলেই কোনও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

 

 

 

 

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...