Thursday, August 21, 2025

প্রমাণ লোপাটের আশ.ঙ্কা! নিয়োগ মামলায় এখনই সব তথ্য সামনে আনতে চায় না সিবিআই

Date:

সব তথ্য সামনে আনলে অনেক প্রমাণ (Prove) লোপাটের (Missing) আশঙ্কা। আর সেকারণেই নিয়োগ মামলার সব তথ্য প্রকাশ্যে আনা যাবে না বলে কলকাতা হাই (Calcutta High Court) কোর্টকে সাফ জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বুধবার আদালতের দ্বারস্থ হয়ে সিবিআই-এর আইনজীবী এমনই আশঙ্কাপ্রকাশ করেন বলে খবর।

নিয়োগ মামলার তদন্ত দ্রুত শেষ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর সেকারণেই মামলার তদন্তে হাইকোর্টের তরফে গঠন করা হয়েছে বিশেষ বেঞ্চও। এবার সেই বেঞ্চের কাছেই সংশয়প্রকাশ করলেন সিবিআইয়ের আইনজীবী। যদিও বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আদালতে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে। মামলার পরবর্তী শুনানি হবে ৯ জানুয়ারি। ওই দিনই শীর্ষ আদালতের নির্দেশের দু’মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে। এ বিষয়ে রাজ্যের কাছেও হলফনামা তলব করেছে আদালত।

শীর্ষ আদালতের নির্দেশ মত, আগামী ২ মাসের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিন ওই মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ সিবিআইয়ের কাছে নিয়োগ মামলার রিপোর্ট তলব করে। তখনই একথা বলেন সিবিআইয়ের আইনজীবী।

 

 

 

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version