Thursday, August 21, 2025

লক্ষ্মী এলো ঘরে – চোখে জল আসবে সেই বরণ দেখলে

Date:

Share post:

সকাল থেকে বিরাট তোড়জোড় – ফুল, বেলুন, মালা। সাজলো গোটা অ্যাম্বুল্যান্স (Ambulance)। বাড়িতে যে লক্ষ্মী আসছে, উৎসাহে উত্তেজনায় যেন চোখে জল নাসিরুলের। কে বলবে এটা সেই দেশ যেখানে কন্যা সন্তানকে দুর্ভাগ্য বলে ভাবা হয়! কন্যাসন্তানদের রক্ষা করার জন্য সরকারকে আলাদা করে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প বানাতে হয়! আর যেখানেই সেসব হোক এই বাংলায় যে মেয়েরা কতটা সুরক্ষিত আর সৌভাগ্যের প্রতীক তা আবার প্রমাণ করে দিল বীরভূমের (Birbhum) লাভপুরের (Lavpur) বাসিন্দা নাসিরুল ইসলাম।

গত ৩ ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেয় নাসিরুলের স্ত্রী সাবিয়া খাতুন। এটাই তাদের প্রথম সন্তান। এর আগে পরিবারের বড় ভাই কবিরুলের দুই ছেলে এক মেয়ে। মাঝের দাদার এক ছেলে এক মেয়ে। তারপরেও কন্যাসন্তান হওয়া নিয়ে যেন আলাদা ভাবনাই নেই নাসিরুল বা তার পরিবারের। তাঁর কথায়, “চেয়েছিলাম যে আসছে সে যেন সুস্থ থাকে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। মেয়েরা হল মা লক্ষ্মী। লক্ষ্মীকে বরণ করে ঘরে নিয়ে এসেছি। মেয়েরা সব দিকে এগিয়ে চলেছে। সরকার (State Government) তাদের জন্য এত কিছু করছে। তার পরেও মেয়েদের অবহেলা করাটা অন্যায়।” গ্রাম বাংলার বেসরকারি সংস্থায় কর্মরত এই যুবক শুধুমাত্র সন্তানের পিতা হওয়ার আনন্দেই ডগমগ। লিঙ্গ বিচার যে বাবার সাজে না, তাও যেন দেখিয়ে দিল নাসিরুল।

তবে সদ্যোজাতকে ঘরে নিয়ে যেতে বাবার এই উৎসাহ দেখে সবথেকে নিশ্চিন্ত সাবিয়ার পরিবার। শ্বশুর মোস্তফা আহমেদ শেখের কথায়, এটাই তাঁদের মেয়ের প্রথম সন্তান। প্রথম সন্তান মেয়ে হওয়ায় খানিকটা আশঙ্কা তাঁদের ছিল। আদৌ কী শ্বশুরবাড়ি মেনে নেবে? কিন্তু জামাই নাসিরুলের আনন্দ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরাও। ইতিমধ্যেই সদ্যোজাতর নাম রাখা হয়েছে হেযা মেহের (Meher), যার অর্থ অমূল্য এবং দয়ালু।

spot_img

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...