Sunday, May 11, 2025

২০২৪ সালের শেষের দিকেই অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। ভারত ইতিমধ্যেই সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে পরিকল্পনা শুরু করে দিয়েছে। কিন্তু ওই বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। সংবাদমাধ্যম সূত্রে খবর, রোহিত শর্মা নাকি টি২০ বিশ্বকাপে অধিনায়ক না হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে রাজি করানোর চেষ্টা করছে। আদৌ তিনি বিশ্বকাপে অধিনায়ক হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।এক বোর্ডকর্তা বলেছেন, রোহিত জিজ্ঞাসা করেছে, যদি আপনারা আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নেতৃত্বে রাখার জন্য সঠিক বলে মনে করেন, তা হলে এখন থেকেই বলে দিন। সেই মতো প্রস্তুত হওয়া যাবে।

দ্রাবিড়, নির্বাচকেরা-সহ বৈঠকে যাঁরাই ছিলেন তাঁরাই একবাক্যে রোহিতের নেতৃত্বের প্রতি সমর্থন জানান। তাঁরা বলে দেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই যোগ্যতম ব্যক্তি। এমনকি নির্বাচকেরা তাঁকে অনুরোধ করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলে সিরিজ়েও খেলতে। কিন্তু রোহিত রাজি হননি। তিনি নির্বাচকদের কাছে আরও একটু সময় চেয়ে নেন। নির্বাচকেরা তাতে অনুমতিও দেন।

প্রসঙ্গত, রোহিত শর্মা ও বিরাট কোহলি অনেকদিন হল ভারতের হয়ে টি২০ ম্যাচ খেলছেন না। শেষ তাঁদের খেলতে দেখা গিয়েছিল গত বছর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে। অনেকেই ভেবেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ সিরিজে রোহিতকে নেতা করা হবে। কিন্তু দেখা গেল, সূর্যকুমার যাদবকেই বেছে নিয়েছে বিসিসিআই। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, হয়তো টি-২০ বিশ্বকাপেও রোহিতকে অধিনায়ক হিসেবে পাওয়া যাবে না।

Related articles

মাতৃদিবসে গান লিখলেন মমতা, এক্স হ্যান্ডেলে শ্রদ্ধা-শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর

মাতৃদিবসে (Mother's Day) সব মা'কে শুভেচ্ছা জানিয়ে গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথা ও...

অবিলম্বে পাক মুলুকে বন্দি বাংলার জওয়ানকে ফেরানোর দাবি, কেন্দ্রকে ‘চাপ’ কল্যাণের

ভারত- পাকিস্তান সংঘর্ষ বিরতির (Ceasefire between India and Pakistan) মাঝে পাকিস্তান সেনার হাতে আটক বাংলার জওয়ান পূর্ণম কুমার...

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...

সংঘর্ষ বিরতির পর থমথমে জম্মু- কাশ্মীর, সীমান্তবর্তী সব রাজ্যে সতর্কতা

ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি (Ceasefire between India Pakistan) আবহে রবিবাসরীয় সকালে থমথমে ভূস্বর্গ। শনিবার রাতে সীমান্তের ওপার...
Exit mobile version