Saturday, August 23, 2025

পথ দু.র্ঘটনায় আ.হতদের চিকিৎসার জন্য এবার নয়া নিয়ম আনার ভাবনা কেন্দ্রের

Date:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর তার আগে দেশবাসীর মন পেতে চেষ্টার কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছে না মোদি সরকার (Modi Govt)। এবার সেই পথে হেঁটেই কেন্দ্র ঘোষণা করল এবার পথ দুর্ঘটনায় (Road Accident) আহতের (Injured) চিকিৎসায় (Treatment) কোন হাসপাতাল শুরুতে এক টাকাও দাবি করতে পারবে না। প্রথমে আহতকে বাঁচানোর জন্য সব ধরনের উদ্যোগ নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। পরে দেখা হবে আহতের চিকিৎসার খরচ কোনও স্বাস্থ্য বিমা সংস্থা মেটায় নাকি আহত ব্যক্তির পরিবার। তবে চিকিৎসা যাতে কোনওভাবেই থেমে না থাকে সেই বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কেন্দ্র। প্রতিটি সরকারি বা বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানকেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে বাধ্য থাকবে। আগামী ৩-৪ মাসের মধ্যেই এই ব্যবস্থা চালু হয়ে যাবে বলে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

কেন্দ্রের সড়ক পরিবহণ সচিব অনুরাগ মিশ্র (Anurag Mishra) জানিয়েছেন এই সংক্রান্ত আইনি পদক্ষেপগুলি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি। তারপরই দেশবাসী এই সুযোগসুবিধা পাবেন। উল্লেখ্য, পথ দুর্ঘটনা কমাতে সাম্প্রতিক একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র ও রাজ্য। বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই ‘সেভ লাইফ সেফ ড্রাইভ’ প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি দিল্লিতে যাতে পথ দুর্ঘটনার প্রবণতা কমানো যায় সেই প্রশিক্ষণ দিতে দিল্লিতে সোমবারই চালু হয়েছে ইন্ডিয়ান রোড ট্রাফিক ইনস্টিটিউশন।

অনুরাগ আরও জানান, পৃথিবীতে পথ দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা যান ভারতে। ২০১৯ সালে সুপ্রিম কোর্ট একটি মামলায় জানিয়েছিল আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য কিছু একটা উপায় বের করতে হবে। কারণ দেখা গেছে দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃপক্ষ টাকা দাবি করছেন। অনেক সময় বাড়ির লোককে খবর দেওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে অপরিচিত পথচারী আহত ব্যক্তিদের নিয়ে হাসপাতালে যান। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে আহত ব্যক্তিকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই খবর পুলিশ স্বাস্থ্য দফতরকে পৌঁছে দেবে। এরপর আহতের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা নজর রাখবে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন- বিচারপতি সিনহা ও তাঁর স্বামীর বিরুদ্ধে এফ.আইআর বা.তিলের আবেদন খারিজ করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

 

Related articles

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...
Exit mobile version