Thursday, August 21, 2025

নিলামের আগেই শামিকে নিতে ঝাপালো আইপিএল-এর এক ফ্র‍্যাঞ্চাইজি, ক্ষু.ব্ধ গুজরাত

Date:

হার্দিক পান্ডিয়ার পর কি মহম্মদ শামিও কি ছাড়ছেন গুজরাত টাইটান্স? এমনটাই উঠছে প্রশ্ন। কারণ সূত্রের খবর, নিলামের আগেই গুজরাত থেকে শামিকে কিনে নিতে আগ্রহ দেখাচ্ছে আইপিএল-এর অন্য একটি ফ্র্যাঞ্চাইজি। আগ্রহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে শামির সঙ্গে। এই নিয়ে বিরক্ত গুজরাত কর্তৃপক্ষ।  গুজরাত টাইটান্সের সিইও অরবিন্দর সিং ‘নিয়ম ভেঙে ছিনতাই’এর অভিযোগ এনেছে ওই ফ্র‍্যাঞ্চাইজির ওপর। অরবিন্দরের অভিযোগ, আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম না মেনে শামির দিকে হাত বাড়িয়েছে। বিষয়টি তাঁরা বোর্ড কর্তাদের জানিয়েছেন।

এই নিয়ে এক সাক্ষাৎকারে গুজরাত টাইটান্সের সিইও বলেছেন,”সব দলেরই অধিকার রয়েছে ভাল ক্রিকেটার নেওয়ার। দল শক্তিশালী করতে ভাল ক্রিকেটারদের নিতে পারে যে কোনও দল। শামি আমাদের হয়ে বেশ ভাল খেলেছে গত দু’বছর। গতবার আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিল। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছে। শামি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।”

এরপরই তিনি আরও বলেন,”একটি ফ্র্যাঞ্চাইজজি সরাসরি শামির সঙ্গে যোগাযোগ করেছে। এটা মেনে নেওয়া যায় না। খেলোয়াড় কেনা বা বিক্রি করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেটা সবার মেনে চলা উচিত। এই ধরনের ঘটনায় বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছি। বোর্ড কর্তারা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলুন। তাঁরা ঠিক করে দিন, নিয়মের বাইরে গিয়ে এভাবে কোনও ক্রিকেটারকে কেনা যাবে কিনা।”

তবে কোন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ সরাসরি শামিকে দলবদলের প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে গুজরাত সিইও নাম প্রকাশ করতে চাননি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version