সাতসকালে এক্সপ্রেস ট্রেনে আগুন আতঙ্ক। রেল সূত্রে খবর বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর থেকে হাওড়ার (Bhubaneswar Howrah Route) উদ্দেশে রওনা দেয় জনশতাব্দী এক্সপ্রেস (Janashatabdi Express)। সকাল সাড়ে ছটা নাগাদ ট্রেন কটক স্টেশনে (Cuttak station) পৌঁছতেই আচমকা ব্রেক শু থেকে ধোঁয়া বেরোতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। দ্রুত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান।

কখনো ট্রেন দুর্ঘটনা কখনও বা অগ্নিকাণ্ড, ভারতীয় রেল পরিষেবা নিয়ে অভিযোগের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। আজ ফের যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়ল। বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। কটক রেলস্টেশনে পৌঁছনোর পর ট্রেনের একটি অংশে আগুন ধরে যায়। খবর ছড়িয়ে পড়তে আতঙ্কে হুড়োহুড়ি করতে থাকেন যাত্রীরা। ট্রেনের চাকার কাছে আগুন দেখতে পেয়ে দ্রুত রেলওয়ের আধিকারিকদের খবর দেওয়া হয়। স্থানীয় রেলকর্মীরা জানিয়েছেন, ট্রেনটি থেমে থাকার কারণে আগুন ছড়াতে পারেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সকলকে নিরাপদে ফের রওনা করিয়ে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়।
