Thursday, November 13, 2025

KIFF 2023: ‘সত্যজিতের ছবি থেকে অনুপ্রাণিত’! চলচ্চিত্র উৎসবের আড্ডায় অকপট বেরেসফোর্ড

Date:

বিনোদনের মহোৎসবে (29th Kolkata International Film festival) জমজমাট মহানগরী। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি স্পেন (Spain) আর স্পেশ্যাল কান্ট্রি অস্ট্রেলিয়া (Australia)। একদিকে যেমন স্প্যানিশ সিনেমার উন্মাদনা ঠিক তেমনই উৎসব প্রাঙ্গণে হাজির অস্ট্রেলিয়ান কিংবদন্তি পরিচালক ব্রুস বেরেসফোর্ড (Bruce Beresford)। এবছর KIFF তাঁকে বিশেষ সম্মান জানাচ্ছে। আইনক্স এবং নন্দন মিলিয়ে ব্রুস পরিচালিত মোট ৬ টি ছবি দেখানো হচ্ছে। উৎসবের সূচনায় NIS মঞ্চে হাজির ছিলেন তিনি। এবার নন্দনে তাঁকে নিয়ে সিনে আড্ডা দিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। সেখানেই বাংলা আর বাঙালির সিনেমা (Bengali movie)নিয়ে অকপট স্বীকারোক্তি বিদেশি পরিচালকের গলায়।

এবারের চলচ্চিত্র উৎসবে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে একটু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান সহজ হবে বলে মত ব্রুসের। তিনি সৃজিতকে জানান যে ভারতে তাঁদের দেশের ছবি প্রদর্শিত হলেও, বাংলার সিনেমা দেখার সুযোগ খুব একটা নেই অস্ট্রেলিয়ায়। এখানকার সিনেমার শ্যুটিং এর বিদেশি ভেন্যুর তালিকাতেও ক্যাঙ্গারুর দেশের নাম দেখা যায় না। কিন্তু বর্ষীয়ান বিদেশি পরিচালক বাংলা সংস্কৃতি এবং বাংলার সিনেমা ঘিরে তাঁর আগ্রহের কথা জানান। তাই সত্যজিৎ রায় (Satyajit Ray) আর মৃণাল সেনের (Mrinal Sen) কিছু ছবি সম্পর্কে আলোচনা করেন। সৃজিত মুখোপাধ্যায় জানতে চান, ব্রুস মানিকবাবুর ছবি দেখেছেন কিনা। উত্তরে পরিচালক বলেন, সত্যজিৎ রায়ের থেকে তিনি অনুপ্রেরণা পান।সিনেপ্রেমীদের বাড়তি পাওনা অস্ট্রেলিয়ান এই পরিচালকের ছবি নিয়ে আলোচনা। নিরাশ করেননি তিনি। আলাপচারিতায় ব্রুস তাঁর প্রদর্শিত ছ’টি ছবি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। ছবি তৈরির নেপথ্য কাহিনি এবং নানা অভিজ্ঞতা ভাগ করে নেন দর্শকদের সঙ্গে।

Related articles

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...
Exit mobile version