Monday, August 25, 2025

বৃহস্পতিবার রাতেই শরীরে আচমকাই কমে গিয়েছিল অক্সিজেনের (Oxygen) মাত্রা। যার জেরে সংজ্ঞাহীন হয়ে পড়েন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA) মদন মিত্র (Madan Mitra)। এরপরই আর কোনও ঝুঁকি না নিয়ে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কামারহাটির বিধায়ককে বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছে। তবে বাইপ্যাপ দেওয়ার পর বর্তমানে কিছুটা স্থিতিশীল আছেন মদন।

গত সোমবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হন মদন। চিকিৎসকরা জানিয়েছেন নিউমোনিয়ায় ভুগছেন তৃণমূল বিধায়ক। এদিকে বৃহস্পতিবার বিকেল পর্যন্তও ঠিকই ছিলেন তিনি। কিন্তু রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় মদন মিত্রের। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডেই চিকিৎসা চলছিল তাঁর। তবে বৃহস্পতিবার রাতে শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে যাওয়ার কারণে জ্ঞান হারান কামারহাটির বিধায়ক। রক্তে কমে যায় অক্সিজেনের মাত্রা। এরপরই উডবার্ন ওয়ার্ড থেকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় মদনকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে সবসময় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

 

 

 

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version