Sunday, August 24, 2025

মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা: কুণাল

Date:

লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন মহুয়া মৈত্র। এরপরেই ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে থাকেন।শুক্রবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার ছবিটা স্পষ্ট। সমস্ত নিয়ম কানুন ভেঙে গা জোয়ারি করে খারিজ করা হল সাংসদ পদ। প্রতিবাদী কন্ঠ রোধ করার চেষ্টা। সম্পূর্ণ সংসদীয় রীতিনীতি ভেঙে এই কাজ করা হল। অভিযোগের হলফনামার যাচাই করা হল না।

কুণালের প্রশ্ন, এতে বিজেপি কি পেল? বিজেপি তো লোকসভায় হারবে।এদিন তিনি আরও বলেন, প্রমাণ না করে সাংসদ পদ কেড়ে নেওয়া হল। আজ বহিষ্কারের পরে একাধিক দল পাশে এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়া জোটের যোশ দেখা গেল। তৃণমূলের গর্জন দেখা গেল। বিজেপি নখ দাঁত বার করে লড়াই করছে। তৃণমূলের প্রতিবাদকে কেন্দ্র করেই সবাই একযোগে বিক্ষোভ দেখালেন। পরবর্তী বৈঠক থেকে এর প্রতিফলন হবে।

মহুয়ার সাংসদ পদ খারিজের পরে এদিন সংসদের ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধি। সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই৷ যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলি পরস্পর বিরোধী৷ মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version