Monday, November 17, 2025

মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা: কুণাল

Date:

লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন মহুয়া মৈত্র। এরপরেই ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে থাকেন।শুক্রবার এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনার ছবিটা স্পষ্ট। সমস্ত নিয়ম কানুন ভেঙে গা জোয়ারি করে খারিজ করা হল সাংসদ পদ। প্রতিবাদী কন্ঠ রোধ করার চেষ্টা। সম্পূর্ণ সংসদীয় রীতিনীতি ভেঙে এই কাজ করা হল। অভিযোগের হলফনামার যাচাই করা হল না।

কুণালের প্রশ্ন, এতে বিজেপি কি পেল? বিজেপি তো লোকসভায় হারবে।এদিন তিনি আরও বলেন, প্রমাণ না করে সাংসদ পদ কেড়ে নেওয়া হল। আজ বহিষ্কারের পরে একাধিক দল পাশে এসে দাঁড়িয়েছে। ইন্ডিয়া জোটের যোশ দেখা গেল। তৃণমূলের গর্জন দেখা গেল। বিজেপি নখ দাঁত বার করে লড়াই করছে। তৃণমূলের প্রতিবাদকে কেন্দ্র করেই সবাই একযোগে বিক্ষোভ দেখালেন। পরবর্তী বৈঠক থেকে এর প্রতিফলন হবে।

মহুয়ার সাংসদ পদ খারিজের পরে এদিন সংসদের ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে জড়ো হন বিরোধী দলের সাংসদরা৷ সেখানে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধি। সেখানেই মহুয়া বলেন, ‘এথিক্স কমিটি বিরোধীদের কোণঠাসা করতে ব্যবহৃত হচ্ছে৷ কোনও নিয়মের ধার ধারা হয়নি৷ দু জনের ব্যক্তিগত বয়ানের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল৷ তাঁদের কাউকে আমি প্রশ্ন করার সুযোগ পেলাম না৷ আমি উপহার, টাকা নিয়েছি, এরকম কোনও প্রমাণ নেই৷ যে সাক্ষ্যের ভিত্তিতে আমাকে বহিষ্কার করা হল, সেগুলি পরস্পর বিরোধী৷ মহুয়া আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, কালকেই হয়তো আমার বাড়িতে সিবিআই আসবে৷

Related articles

বাংলায় ঢালাও সুবিধা, সেই সব দাবিতে ডবল ইঞ্জিন অসমে পথে চাবাগান শ্রমিকরা

প্রতিবেশী রাজ্যে ঢালাও সুবিধা। জীবনযাপনের মান থেকে পরিবারের নিরাপত্তায় একের পর এক দায়িত্ব পালন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

শুট অ্যাট সাইট নির্দেশ ইউনূস প্রশাসনের! হাসিনার রায় বেরোনোর আগে উত্তপ্ত ঢাকা

বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Shiekh Hasina)। সেই অভিযোগের বিচার...

আরজেডি শিবিরে অশান্তি অব্যাহত, শহর ছাড়লেন লালুর চার কন্যা

নির্বাচনে হারের পর থেকে সময়টা কিছুতেই ভালো কাটছে না আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব ও তাঁর দল আরজেডির...

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...
Exit mobile version