Thursday, August 28, 2025

চোখ ধাঁধানো টার্মিনাল, দেশের প্রথম বুলে.ট ট্রেনের যাত্রা শুরু আগে প্রকাশ ভিডিও

Date:

রাতের অন্ধকারে আলোর মালায় ফুটে উঠছে সত্যাগ্রহের ইতিহাস। অথবা দিনের আলোয় ঝাঁ চকচকে পার্কিং লট, এসকেলেটর। আবার শৈল্পিক ছোঁয়ায় সুসজ্জিত ফ্লাইওভার দোসর। এককথায় আধুনিক পরিবহনের সব রসদই মজুত দেশের প্রথম বুলেট ট্রেনের (High Speed Rail) স্টেশনে। আর সেই স্টেশনের ভিডিও শেয়ার করলেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। গুজরাতের সবরমতিতে (Sabarmati) এই স্টেশন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। নাম সবরমতি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব। আর রেলমন্ত্রী এই ভিডিও শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

২০১৭ সালে কেন্দ্র সরকার বুলেট ট্রেনের প্রস্তাব আনার পর থেকে অধীর অপেক্ষায় রয়েছে দেশবাসী। কিন্তু করোনা পরিস্থিতি মাঝে থামিয়ে দিয়েছে বুলেট ট্রেনের চাকা ঘোরার প্রস্তুতির গতি। সমস্যা ছিল জমি অধিগ্রহণ সংক্রান্তও। রেল দফতরের দাবি অনুযায়ী ২০২৩ সাল থেকে এই প্রকল্প শুরু হবে ২০২৮ সালে। স্বাভাবিকভাবে খরচও অনেকটা বেড়ে যাবে। তবে এপর্যন্ত মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত ট্রেনের করিডোর তৈরির পদ্ধতি দ্রুত গতিতেই চলছে। ৫০৮কিমি লম্বা এই করিডোরের ৪৪৮কিমি ঝুলন্ত, ২৬কিমি টানেলের ভিতর দিয়ে, ১০কিমি ব্রিজ এবং ৭কিমি বাঁধের ওপর দিয়ে তৈরি হচ্ছে।

বুলেট ট্রেনের প্রথম স্টেশনের ভিডিওটিতে বুলেট ট্রেন করিডোরের ছবিও রয়েছে। দিনে গড়ে প্রায় ৬হাজার মানুষ এই করিডোর (HSR corridor) তৈরির কাজ করছেন। শ্রমের সঙ্গে শিল্পের অদ্ভুত মিশেলও থাকছে স্টেশনগুলিতে। সবরমতি স্টেশনে ফুটিয়ে তোলা হয়েছে লবণ সত্যাগ্রহ, ডাণ্ডি অভিযান সহ সবরমতির সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে যুক্ত অধ্যায়। পাশপাশি ১ লক্ষ ৩৩ হাজার স্কোয়্যার কিমি এলাকা জুড়ে তৈরি এই হাবে থাকছে অফিস, নানা ধরনের দোকান, পার্কিং সহ সব আধুনিক সুবিধা। এককথায় রেলমন্ত্রীর প্রকাশিত ভিডিওতে এক ঝলক দেখার পর পর্যটকদের কাছে সবরমতি ট্রান্সপোর্ট হাবও দর্শনীয় স্থান হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন- এই ক্রিকেটারকে ২০ কেজি ওজন কমাতে বলেছিলেন ধোনি, কিন্তু কেন?

Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version