Sunday, November 9, 2025

আসন্ন লোকসভা নির্বাচনে অতিরিক্ত আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে কমিশন

Date:

আসন্ন লোকসভা নির্বাচনে অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। যে সমস্ত লোকসভা কেন্দ্র গুলো জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে আয়-ব্যয়ের ক্ষেত্রে সংবেদনশীল হিসেবে নজরে এসেছে সেই সমস্ত লোকসভা কেন্দ্র গুলিতে এবার অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আয় ব্যয় সংক্রান্ত সমস্ত এজেন্সিগুলির থেকে বিগত ছয় মাসের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব শুক্রবার জরুরী ভিত্তিতে এক বৈঠক করেন পুলিশ ও সব এজেন্সি গুলির সঙ্গে। এদিনের বৈঠকে উপস্থিত ছিল পুলিশ, আয়কর, শুল্ক দফতর,পোর্ট সহ একাধিক দফতরের প্রতিনিধিরা।

আসন্ন লোকসভা নির্বাচনের আগেই যাতে কোনো রকম খামতি না থাকে তা নিয়েই এখন থেকেই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে চলেছেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার তার আগেই এই রিপোর্ট চাওয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সম্পূর্ণ রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যের তরফে সব তথ্য সংগ্রহ করে রাখতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। খুব স্বাভাবিকভাবেই আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তা এখন থেকেই জাতীয় নির্বাচন কমিশন বুঝিয়ে দিচ্ছে সকলকেই। আর জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপই বুঝিয়ে দিচ্ছে আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কতটা কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে তারা।

আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতি: স্নাতকস্তরের পরীক্ষার ভার কলেজের হাতেই ছেড়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...
Exit mobile version