Sunday, May 4, 2025

সরকারপক্ষের অধ্যাপকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগাতার চাপ! বি.স্ফোরক শিক্ষামন্ত্রী

Date:

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজভবন সংঘাত তুঙ্গে উঠেছিল। এবার সেই দড়ি টানাটানি খেলায় নয়া মোড়। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিস্ফোরক অভিযোগ, বর্তমান উপাচার্যদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। রাজ্য সরকারকে সমর্থন করেন এমন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য লাগাতার চাপ তৈরি করা হচ্ছে বর্তমান উপাচার্যদের উপর। ব্রাত্য বসুর এমন অভিযোগের পরই ফের নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে সবকিছুই কী হচ্ছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অঙ্গুলিহেলনেই? এদিন নাম না করলেও শিক্ষামন্ত্রীর নিশানায় কে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠক শেষেই এমন দাবি করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু সাফ জানান, ওনাদের যাঁরা নিয়োগকর্তা, তিনি বা তাঁরাই চাপ তৈরি করছেন। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে দায়িত্ব নেওয়ার পর বুদ্ধদেব সাউয়ের সঙ্গে এই প্রথম বার বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। এদিন ব্রাত্য আরও বলেন, ওনারা আমার সঙ্গে অনেকদিন ধরেই সৌজন্য সাক্ষাৎ করতে চাইছিলেন। বারবার অনুরোধও করছিলেন। সেকারণেই আজ আমি সময় দিয়েছিলাম। ওনারা বলতে এসেছিলেন, ওদের যাঁরা নিয়োগকর্তা, তিনি বা তাঁরা ওদের উপর চাপ তৈরি করছেন। সরকার পক্ষের অধ্যাপক বা প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে যাতে নানান ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেই চাপ দেওয়া হচ্ছে। কিন্তু ওনারা এটা একেবারেই চাইছেন না। তাঁদের বক্তব্য, তাঁরা সরকারের সঙ্গেই আছেন।

তবে শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যাদবপুরের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, আলোচনা সদর্থক হয়েছে। বুদ্ধদেবের কথায়, আমাদের সমাবর্তন নিয়ে কথা হয়েছে। রাজ্যপাল বলুন বা যাদবপুরের উপাচার্য, সকলেই ছাত্রছাত্রীদের ভাল চান। বিভিন্ন সময়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়। সেগুলো মেটানোর জন্য সবাইকে চেষ্টা করতে হবে। তবে এদিন বুদ্ধদেব সাউ মুখে যাই বলুন না কেন ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে শুরু নয়া বিতর্ক।

 

 

 

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version