Monday, November 3, 2025

সরকারপক্ষের অধ্যাপকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগাতার চাপ! বি.স্ফোরক শিক্ষামন্ত্রী

Date:

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজভবন সংঘাত তুঙ্গে উঠেছিল। এবার সেই দড়ি টানাটানি খেলায় নয়া মোড়। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিস্ফোরক অভিযোগ, বর্তমান উপাচার্যদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। রাজ্য সরকারকে সমর্থন করেন এমন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য লাগাতার চাপ তৈরি করা হচ্ছে বর্তমান উপাচার্যদের উপর। ব্রাত্য বসুর এমন অভিযোগের পরই ফের নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে সবকিছুই কী হচ্ছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অঙ্গুলিহেলনেই? এদিন নাম না করলেও শিক্ষামন্ত্রীর নিশানায় কে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠক শেষেই এমন দাবি করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু সাফ জানান, ওনাদের যাঁরা নিয়োগকর্তা, তিনি বা তাঁরাই চাপ তৈরি করছেন। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে দায়িত্ব নেওয়ার পর বুদ্ধদেব সাউয়ের সঙ্গে এই প্রথম বার বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। এদিন ব্রাত্য আরও বলেন, ওনারা আমার সঙ্গে অনেকদিন ধরেই সৌজন্য সাক্ষাৎ করতে চাইছিলেন। বারবার অনুরোধও করছিলেন। সেকারণেই আজ আমি সময় দিয়েছিলাম। ওনারা বলতে এসেছিলেন, ওদের যাঁরা নিয়োগকর্তা, তিনি বা তাঁরা ওদের উপর চাপ তৈরি করছেন। সরকার পক্ষের অধ্যাপক বা প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে যাতে নানান ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেই চাপ দেওয়া হচ্ছে। কিন্তু ওনারা এটা একেবারেই চাইছেন না। তাঁদের বক্তব্য, তাঁরা সরকারের সঙ্গেই আছেন।

তবে শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যাদবপুরের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, আলোচনা সদর্থক হয়েছে। বুদ্ধদেবের কথায়, আমাদের সমাবর্তন নিয়ে কথা হয়েছে। রাজ্যপাল বলুন বা যাদবপুরের উপাচার্য, সকলেই ছাত্রছাত্রীদের ভাল চান। বিভিন্ন সময়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়। সেগুলো মেটানোর জন্য সবাইকে চেষ্টা করতে হবে। তবে এদিন বুদ্ধদেব সাউ মুখে যাই বলুন না কেন ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে শুরু নয়া বিতর্ক।

 

 

 

Related articles

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার...

রাত পোহালেই পথে মুখ্যমন্ত্রী: SIR-এর আড়ালে NRC আতঙ্ক তৈরির চক্রান্তের প্রতিবাদ

সোমবার রাত পোহালেই রাজ্যে শুরু বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিলাপের কাজ। ২০০২ সালের ভোটার তালিকা ধরে যাচাই...

বাস-লরির মুখোমুখি সংঘর্ষ! তেলেঙ্গানায় মৃত্যু ছাড়ালো ২০

ভয়াবহ পথ দুর্ঘটনা তেলেঙ্গানায়। সোমবার সকালে হায়দ্রাবাদ-বিজাপুর জাতীয় সড়কে রঙ্গা রেড্ডি জেলায় পথ দুর্ঘটনায় (road accident) এখনও প্রাণ...
Exit mobile version