Thursday, August 21, 2025

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি। আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে পাঁচ গোল দিয়ে চার ম্যাচ পর আইএসএলে জয়ে ফিরেছে ইস্টবেঙ্গল। শনিবার যুবভারতীতে ঘরের মাঠে তুলনায় কমজোরি প্রতিপক্ষ পাঞ্জাব।প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পেয়ে একটিও ম্যাচ এখনও জিততে পারেনি তারা। ১২ দলের মধ্যে ১১ নম্বরে পাঞ্জাব। তবু তাদের হালকাভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। জয়ের ছন্দ ধরে রেখে প্রথম ছয়ে ওঠার লক্ষ্য ৮ নম্বরে থাকা লাল-হলুদের। পাঞ্জাবের বিরুদ্ধে নতুন লড়াইয়ে নামার আগে অধিনায়ক হরমনজ্যোৎ সিং খাবরার চোট নিয়ে অস্বস্তি গোপন করেননি ইস্টবেঙ্গল কোচ। লিগামেন্টের পেশি ছিঁড়েছে খাবরার। চোট গুরুতর। তাঁকে মরশুমে আর পাবেন কি না, তা নিয়েই সংশয়ে কার্লেস।

খাবরাকে নিয়ে চিন্তার মধ্যেই বড় জয়ের পর ফিরে পাওয়া আত্মবিশ্বাসই সম্বল ইস্টবেঙ্গলের। ম‍্যাচের আগে এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “পাঞ্জাব এখনও ম্যাচ না জিতলেও তারা কয়েকটা ভাল ম্যাচ খেলেছে। আমি প্রতিপক্ষকে কখনও হালকাভাবে নেই না। আমাদের জয়ের অভ্যাস তৈরি করতে হবে। তার জন্য সব ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।”

কার্লেস আরও বলেন, “আগের ম্যাচে ৪-০ গোলে এগিয়ে থাকার সময়ও আত্মবিশ্বাসের অভাগে ভুগেছে দল। কারণ, এর আগে আমরা লিড ধরে রাখতে পারিনি। মরশুম যত এগোবে সমর্থকরাও আত্মবিশ্বাস ফিরে পাবে। চার বছর পর ইস্টবেঙ্গল কোনও ম্যাচে পাঁচ গোলে জিতেছে। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছি। প্রতিনিয়ত সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version