Tuesday, November 11, 2025

অন্যের ‘দৃষ্টি’ ফেরাতে শ্ম.শানে শ্ম.শানে ঘুরে চলেন শ্রীরামপুরের সীদাম!

Date:

সুমন করাতি, হুগলি

শ্রীরামপুরের (Srirampore)! বাসিন্দা ষাটোর্ধ পৌঢ় সীদাম সাহা (Sidam Saha), পেশায় আইসক্রিম ব্যবসায়ী হলেও সারাক্ষণ তাঁকে শ্মশানে শ্মশানে ঘুরতে দেখা যায়। কেন? অন্যকে পৃথিবীর আলো দেখানোর উদ্দেশ্যে। সকাল হলেই খোঁজ করেন কোথাও কেউ মারা গেছে কিনা। তারপর শোনা যায় তাঁর কাতর আর্তি, “দাদা চোখ দুটোকে পুড়িয়ে নষ্ট করবেন না, দয়া করে চোখ দান করে দিন। এই চোখ দুটি দিয়েই কেউ না কেউ পৃথিবীর আলো দেখবে।”

মানুষ অমর নয়, কিন্তু তাঁর কাজের মাধ্যমে তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকতে পারেন বছরের পর বছর। যিনি আর কোনদিন চোখ খুলবেন না, তাঁর দৃষ্টি দিয়ে যদি অন্যকে এই পৃথিবীর সবকিছু দেখানো যায় তবেই তো চোখের আলোর পূর্ণতা, তাই না? মরণোত্তর চক্ষুদানের কথা বিভিন্ন প্রচারে শোনা বা জানা যায়, কিন্তু ২০২৩ সালের শেষ লগ্নে দাঁড়িয়েও কিছু কুসংস্কার কিছু অজ্ঞতা আমাদের অনেকটা পিছিয়ে রেখেছে। কিন্তু হাল ছাড়েননি সীদাম সাহার মতো মানুষেরা। সেই ১৯৮০ সাল থেকে এভাবেই কর্নিয়া সংগ্রহ করার কাজে ব্রতী হয়েছেন তিনি। অবশ্য মৃতের পরিবারকে অনুরোধ করলেই যে তাঁরা চক্ষুদানের সম্মত হন এমনটা নয়। বেশির ক্ষেত্রেই “না হবে না” বলে দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে তাঁর আর্জি মেনে মৃতের পরিবার মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করার অনুমতি দেয়। বহু মানুষ মৃত্যুর আগেই চক্ষু দানের অঙ্গীকার করে যায়, আবার বহু ক্ষেত্রে বুঝিয়ে সরাসরি মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করা হয়। নিজের কাছে থাকা একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ছোট্ট একটি অস্ত্র প্রচারের করে মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করেন সীদাম। এখনও পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার মৃতদেহ থেকে চোখের কর্নিয়া সংগ্রহ করেছেন তিনি ও তাঁদের সংগঠন। একটা সময় ছিল যখন তিনি একা এই কাজটি করতেন। এখন ছেলে সায়ক সাহাকে পাশে পেয়েছেন , কলকাতা মেডিকেল কলেজ (Medical College) থেকে ট্রেনিং নিয়ে বাবার এই মহৎ কাজের অংশীদার হচ্ছেন সায়ক। সীদাম বাবু এই কর্মকাণ্ডের জন্য পাশে পেয়েছেন বহু মানুষকে, প্রতিষ্ঠা করেছেন শ্রীরামপুর সেবা কেন্দ্র চক্ষু ব্যাঙ্ক। এবার তাঁর ছেলের মতো এই প্রজন্ম আরও বেশি করে মানবিক হয়ে উঠুক, এগিয়ে আসুক এই কাজে এটাই তাঁর অনুরোধ সমাজের কাছে।

 

Related articles

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...
Exit mobile version