Saturday, December 27, 2025

মহুয়ার বহি*ষ্কারের বিরো*ধিতা, আজ নদিয়ায় পথে নামছে তৃণমূল

Date:

Share post:

শুক্রবার সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাংসদ পদ খারিজের ঘটনাকে ঘিরে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি। সংসদে একযোগে ঘটনার তীব্র নিন্দায় সরব বিরোধী দলগুলিও। এই ঘটনাকে “গণতন্ত্রের বাইপাস সার্জারি” বলে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কার্শিয়াংয়ে থাকলেও সাংসদের বহিষ্কারের ঘটনার পরই তাঁর পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন তিনি। আর মুখ্যমন্ত্রী (CM)সরব হতেই পথ নির্ধারণ করে নিয়েছে নদিয়া তৃণমূল জেলা কমিটি। শনিবার থেকেই একাধিক কর্মসূচি নিয়ে নিন্দায় সরব হয়ে মাঠে নামছেন তাঁরা। দুপুর আড়াইটে নাগাদ কৃষ্ণনগর ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করে মহুয়ার সাংসদ পদ খারিজের প্রতিবাদে বিজেপি সরকারের তীব্র নিন্দা করার পাশাপাশি বিক্ষোভ সংঘটিত হয়।

নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এর আগে নদিয়ারই করিমপুরের তৃণমূলেরই বিধায়ক ছিলেন তিনি। সংসদে ‘ক্যাশ ফর কোয়েশ্চেন’ ইস্যুতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে, দাবি বিরোধীদের। কার্যত তৃণমূল সাংসদকে বহিষ্কারের ঘটনা এক ছাতার তলায় এনে দাঁড় করিয়েছে লোকসভার সমস্ত বিরোধী দলকে। স্বভাবতই লোকসভা ভোটের আগে এর বড় প্রভাব পড়তে চলেছে কৃষ্ণনগর লোকসভা তথা গোটা নদিয়া জেলায়। জেলা তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে স্বেচ্ছাচারী ও অন্যায় বলে দাবি করা হয়েছে। শনিবার নদিয়ার বিভিন্ন ব্লকে পাঁচটি প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেল ৩.৩০ মিনিটে পাঁচটি প্রতিবাদ কর্মসূচিতে পাঁচ জায়গায় উপস্থিত থাকবেন জেলাস্তরের শীর্ষ নেতৃত্ব। প্রতিবাদ কর্মসূচি হবে তেহট্ট ১ ব্লকের তেহট্ট বাজারে, তেহট্ট ২ বাজারের পলাশিপাড়া বাজারে, ভীমপুরের ভীমপুর বাজারে, নাকাশিপাড়ার বেথুয়া বাজারে এবং চাপড়া ব্লকের চাপড়া বাজারে। এই ইস্যুকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে সংগঠন মজবুত করার কাজও সেরে রাখছে জেলা তৃণমূল নেতৃত্ব।

spot_img

Related articles

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...

সিরিজ জয়ের দিনেই হরমনপ্রীতের রেকর্ড, ধাক্কা কাটিয়ে রানে ফিরতে ব্যর্থ স্মৃতি

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০  ম্যাচে ৮ উইকেটে জিতল ভারতীয় মহিলা দল। সেই সঙ্গে সিরিজও জিতে নিল ভারত। তবে...

বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে! শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশকে ইস্যু করে ধর্মীয় বিভাজনে তৎপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই যে কোনওভাবে বাংলাদেশের...