Sunday, August 24, 2025

নিম্নচাপের মেঘ কাটতেই ফের শীতের (Winter) আমেজ। শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) সহ রাজ্যের একাধিক প্রান্তে রোদ ঝলমলে আকাশ। আর রোদ উঠতেই ফের বঙ্গে ফিরল শীত। শনিবার আলিপুর হাওয়া অফিস (Weather Office) জানাচ্ছে, এদিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে আজই মহানগরে সবচেয়ে কম তাপমাত্রা। যদিও এখনও পারদ রয়েছে স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে রয়েছে। তবে আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে। কিন্তু আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে ফের বাড়বে তাপমাত্রা (Temperature)। তবে এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে, সাগরে ইতিমধ্যে নিম্নচাপ কেটে গেছে। আর সেকারণে সোমবার রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার ওপরে। এছাড়াও রাজস্থানের উপর রয়েছে দ্বিতীয় ঘূর্ণাবর্ত। তবে এর প্রভাব বাংলায় একেবারেই পড়বে না বলে সাফ জানিয়েছে আলিপুর। শনিবারের কুয়াশায় মোড়া ছিল কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা। বেলা গড়াতেই দেখা মেলে রোদের। আর তার জেরেই নিম্নমুখী পারদ। এদিন হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই।

পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। দার্জিলিং ছাড়া পাহাড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে দার্জিলিঙে শনি ও রবিবার হাল্কা তুষারপাতের সম্ভাবনা থাকছে।

 

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version