Wednesday, August 27, 2025

মৃত্যুতে এক জীবন শেষ হলেও মরণোত্তর অঙ্গদানে বেঁচে থাকতে পারে অন্য জীবন। তাই মৃত্যুর পরে অন্যকে ভাল রাখতে অঙ্গদানের কথা বারবার বলে শিক্ষিত সমাজ। এবার সেই সুরেই তাল মেলাল মহানগরী। শুক্রবারের পর শনিবারও জোড়া মরণোত্তর অঙ্গদানের (Dual Organ donation) নজির শহরে। রিজিওনাল অর্গান অ‌্যান্ড ট্রান্সপ্লান্ট (Regional Organ and Transplant) এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। দুটির মধ্যে একটি অঙ্গদান হয়েছে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital),অপরটি কলকাতার অ‌্যাপোলো হাসপাতালে ।

যত সময় এগোচ্ছে ততই চক্ষুদানের পাশাপাশি মৃত্যুর পর অঙ্গদানেও এগিয়ে আসছে পরিবার। গত ৬ ডিসেম্বর কাজ থেকে বাড়ি যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হন বছর আটত্রিশের শ্যামসুন্দর দাস। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেই রাতেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। কিন্তু মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসকরা চেষ্টা করলেও শেষমেশ কোনও লাভ হয় নি। শুক্রবার রাতে চিকিৎসকরা জানান শ্যামসুন্দরের ব্রেন ডেথ (Brain death)হয়েছে। এরপরই মৃতের দুটি কিডনি, লিভার, দুটি চোখের কর্নিয়া দানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরেরদিন অর্থাৎ শনিবারই কলকাতার (Kolkata) অ‌্যাপোলো হাসপাতালে বরানগরের বাসিন্দা তারক দত্তের অঙ্গদান হয়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে শুক্রবার তাঁর ব্রেন ডেথ হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির দেহে শ্যামসুন্দরের লিভার প্রতিস্থাপন করা হয় । একটি কিডনি যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে, অপরটি এই হাসপাতালেই চিকিৎসাধীন এক রোগীর দেহে প্রতিস্থাপিত হয়। শ্যামসুন্দরের ফুসফুসে গুরুগ্রামের (Gurugram) মেদান্ত হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামসুন্দরের স্ত্রীর অনুমতি নিয়ে এসএসকেএম হাসপাতালে তাঁর ত্বক সংগ্রহ করা হয়েছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version