মানবাধিকার দিবস উপলক্ষ্যে দমদম মতিঝিল কলেজের সামনে ১২০ জন রূপান্তরকামীদের নিয়ে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও legrand csr initiative ও কলকাতা আনন্দম।
এদিন স্বাস্থ্য শিবিরে বিভিন্ন শারীরিক পরীক্ষা ও রুটিন ব্লাড টেস্ট (BMI দেখার পাশাপাশি) এবং তার সাথে HIV টেস্ট করা হয়। মানসিক স্বাস্থ্য ও পুষ্টিবিদ দ্বারাও তাদের সঠিক পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের পক্ষে অনুরাগ মৈত্রী বলেন, শতকরা ৯৭% রূপান্তকামী মানুষ স্বাস্থ্য ব্যবস্থায় নানান প্রকার হেনস্থার শিকার হন একবিংশ শতাব্দীতেও তাদের সেক্স ও জেন্ডার নিয়ে নানান মতভেদ ও অপ্রত্যাশিত প্রশ্নের মুখোমুখি হতে হয়।