Sunday, May 4, 2025

নির্বাচনের আগে বিজেপি সরকারের দিকে বারবার বিরোধীরা দেশাত্মবোধের হিড়িক তোলার অভিযোগ তুলেছে। সেক্ষেত্রে দেশের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতেই লড়াই করতে দেখা গিয়েছে বর্তমান কেন্দ্র সরকারে আসীন দলকে। কিন্তু ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দেশের সেই নিরাপত্তাতেই বিরাট ফাঁক দেখা যাচ্ছে।

লোকসভার চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় প্রতিরক্ষা (External Affairs) প্রতিমন্ত্রী অজয় ভট্ট একটি প্রশ্নের উত্তরে ভারতীয় নৌসেনার (Indian Navy) কর্মী ঘাটতির কথা ঘোষণা করেন। যেখানে দেখা যাচ্ছে সেইলর (Sailors) পদেই প্রায় ১০ হাজার সেনার ঘাটতি। ঘাটতির সঠিক সংখ্যা ৯১১৯। এমনকি অফিসার (Officers) পদেও ব্যাপক ঘাটতি, ১৭৭৭ অফিসারের পদ খালি পড়ে রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের পরিসংখ্যানই বলছে গত দুবছরে নৌসেনায় সেনা ভর্তির সংখ্যাটা যথেষ্টই কম। ২০২১ সালে অফিসার পদে নিয়োগ হয় ৩২৩ জন, সেইলর পদে ৫৫৪৭ জন। ২০২২ সালে নিয়োগ হয় অফিসার পদে ৩৮৬ জন, সেইলর পদে ৫১৭১ জন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ২০২৩ সালে যদি এই একই হারে নিয়োগ হয় তাহলে কোনও ভাবেই পূরণ হবে না ভারতীয় নৌসেনার এত শূন্যপদ।

যে নিরাপত্তা ও সেনাবাহিনী নিয়ে বিজেপি সরকারের এত অহঙ্কার, সেখানেই নৌবাহিনীর ক্ষেত্রে এই ফাঁক কী এত বছর ধরে চোখে পড়েনি মোদি সরকারের। না কী ইচ্ছাকৃতভাবেই বরাবর নৌসেনায় নিয়োগ কম করা হয় এই সরকারের জমানায়, উঠছে প্রশ্ন। তবে প্রায় সাড়ে ৭ হাজার কিমি বিস্তৃত উপকূলীয় একটি দেশে নৌবাহিনীতে সেনার সংখ্যায় ঘাটতি থাকা দেশকে কতটা নিরাপত্তা দেবে, তা নিয়েও থাকছে সংশয়।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version