Friday, August 22, 2025

গোষ্ঠীদ্ব.ন্দ্বে রাজস্থান-মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছতে পারেনি বিজেপি, ছত্তিশগড়ে ভরসা আ.দিবাসী মুখে

Date:

তিন রাজ্যে নির্বাচনে জয় পেয়ে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল বিজেপি। কিন্তু গেরুয়া শিবির জেতেনি, কংগ্রেস ব্যর্থ হয়েছে- বারবার একথা বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তবেও যে সেটাই হয়েছে সেটা প্রমাণিত। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবির নাজেহাল। এখনও মধ্যপ্রদেশ, রাজস্থানে মুখ্যমন্ত্রী বাছতে পারেনি বিজেপি। অন্তর্দ্বন্দ্বের আঁচ এড়াতে ছত্তিশগড়ে (Chattisgarh) মুখ্যমন্ত্রী নির্বাচনে নতুন মুখ বেছে নিল বিজেপি। মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা রমন সিংকে পিছনে ফেলে দিলেন ৫৯ বছর বয়সী বিষ্ণুদেও সাই (Vishnu Deo Sai)। সেই সঙ্গে ছত্তিশগড়ে তাঁর হাত ধরে মসনদে এলেন কোনও আদিবাসী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৯ দিন পেরিয়ে গেলেও মুখ্যমন্ত্রীর আসন ফাঁকাই থাকল রাজস্থান, মধ্যপ্রদেশে।

বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে সাফল্যের পর মন্ত্রিসভা গঠন ছিল সময়ের অপেক্ষা। কিন্তু তারপরেও এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনও রাজ্যেই মুখ্যমন্ত্রী নির্বাচন বা মন্ত্রিসভা গঠন করতে পারল না বিজেপি। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি শেষ পর্যন্ত তিন রাজ্যের জন্য তিন পর্যবেক্ষক নিয়োগ করে। রবিবারই সেই পর্যবেক্ষকদের নেতৃত্বে প্রথম বৈঠক ছিল রাজস্থান (Rajasthan) ও ছত্তিশগড়ে (Chattisgarh)।

বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী পদে বিষ্ণুদেও সাইয়ের নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী হয়েই রাজ্যের ১৮ লক্ষ মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) বাড়ি দেওয়ার ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। কংগ্রেস সরকারের আমলে উপেক্ষিত সব শ্রেণি, দাবি বিষ্ণুদেও সাইয়ের। পাশাপাশি তিনি ঘোষণা করেন কৃষকদের ১৫ বছর ধরে বকেয়া বোনাস দেওয়া শুরু হবে। ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মদিবসে কৃষকদের দুবছরের বকেয়া বোনাস দেওয়া হবে বলে ঘোষণা করেন।

তবে রবিবার রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক পৌঁছে গেলেও মুখ্যমন্ত্রী নিয়ে কোনও সিদ্ধান্ত হল না। এমনকি বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বাড়ি একাধিক বিধায়কের বৈঠক শুরু হওয়ায় ফের গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনা শুরু। সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বৈঠকে বিজেপি। সেখানেও কোনও সিদ্ধান্ত হয়, না রাজ্যের সর্বোচ্চ পদ খালি থাকে, তা নিয়ে শুরু জল্পনা।

আরও পড়ুন- সোমে ৩৭০ ধারা রদ নিয়ে রায় শীর্ষ আদালতের

 

 

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version