Saturday, August 23, 2025

একটা তারিখ স্থগিত হওয়ার পরে ফের I.N.D.I.A.-র জোটের বৈঠকের দিন ঠিক হল। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের পরবর্তী বৈঠক। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে I.N.D.I.A. জোট। গত কয়েকটি বৈঠকে বেশ কয়েকটি কমিটি হলেও, এখনও আসন সমঝোতায় নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, সেই বিষয়েই বৈঠকে মূল আলোচনা হবে।

এর আগে পটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে I.N.D.I.A. জোটের বৈঠক হয়। তবে চতুর্থ বৈঠকের তারিখ নিয়ে জটিলতা দেখা দেয়। ৬ তারিখ দিন ঘোষণা হলেও, সেই খবর আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। বিভিন্ন কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন এম কে স্ট্যালিন, নীতীশ কুমর, অখিলেশ যাদব। এরপরেই সেই বৈঠক স্থগিত করা হয়। বলা হয়, পরবর্তী বৈঠকের দিন পরে জানানো হবে। কংগ্রস নেতা রাহুল গান্ধী খোদ ফোন করেন মমতাকে। তিনিও জানান দ্রুত হবে জোটের বৈঠক। ১৯ ডিসেম্বর বেলা ২টো নাগাদ সেই চতুর্থ বৈঠকই হতে চলেছে

বিভিন্ন রাজ্যে জোট শরিকদের আসন সমঝোতাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। একই সঙ্গে যৌথ ন্যূনতম কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যেখানে যারা বিজেপিকে রুখতে সক্ষম সেই দলগুলিকেই দায়িত্ব দেওয়া উচিৎ। একই মত অখিলেশ ও অরবিন্দ কেজরিওয়ালের। ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক, এই নীতিতে প্রার্থী দিলে বিজেপি দাঁড়তে পারবে না বলে মত I.N.D.I.A.-র শরিকদের।

এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বারবারই জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতেই ১৯ ডিসেম্বরের বৈঠক। সেখানে আঞ্চলিক দলগুলিকে কতটা প্রাধান্য দেওয়া হয় সেটাই দেখার।

আরও পড়ুন- গোষ্ঠীদ্ব.ন্দ্বে রাজস্থান-মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছতে পারেনি বিজেপি, ছত্তিশগড়ে ভরসা আ.দিবাসী মুখে

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version