Tuesday, November 11, 2025

একটা তারিখ স্থগিত হওয়ার পরে ফের I.N.D.I.A.-র জোটের বৈঠকের দিন ঠিক হল। ১৯ ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের পরবর্তী বৈঠক। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে I.N.D.I.A. জোট। গত কয়েকটি বৈঠকে বেশ কয়েকটি কমিটি হলেও, এখনও আসন সমঝোতায় নিয়ে আলোচনার কথা প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর, সেই বিষয়েই বৈঠকে মূল আলোচনা হবে।

এর আগে পটনা, মুম্বই এবং বেঙ্গালুরুতে I.N.D.I.A. জোটের বৈঠক হয়। তবে চতুর্থ বৈঠকের তারিখ নিয়ে জটিলতা দেখা দেয়। ৬ তারিখ দিন ঘোষণা হলেও, সেই খবর আগে থেকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata BAnerjee)। বিভিন্ন কারণে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দেন এম কে স্ট্যালিন, নীতীশ কুমর, অখিলেশ যাদব। এরপরেই সেই বৈঠক স্থগিত করা হয়। বলা হয়, পরবর্তী বৈঠকের দিন পরে জানানো হবে। কংগ্রস নেতা রাহুল গান্ধী খোদ ফোন করেন মমতাকে। তিনিও জানান দ্রুত হবে জোটের বৈঠক। ১৯ ডিসেম্বর বেলা ২টো নাগাদ সেই চতুর্থ বৈঠকই হতে চলেছে

বিভিন্ন রাজ্যে জোট শরিকদের আসন সমঝোতাই এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। একই সঙ্গে যৌথ ন্যূনতম কর্মসূচি নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, যেখানে যারা বিজেপিকে রুখতে সক্ষম সেই দলগুলিকেই দায়িত্ব দেওয়া উচিৎ। একই মত অখিলেশ ও অরবিন্দ কেজরিওয়ালের। ৭০ শতাংশ আসনে একের বিরুদ্ধে এক, এই নীতিতে প্রার্থী দিলে বিজেপি দাঁড়তে পারবে না বলে মত I.N.D.I.A.-র শরিকদের।

এদিকে, কংগ্রেসের বিরুদ্ধে বারবারই জোটের নেতৃত্ব দেওয়ার চেষ্টার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতেই ১৯ ডিসেম্বরের বৈঠক। সেখানে আঞ্চলিক দলগুলিকে কতটা প্রাধান্য দেওয়া হয় সেটাই দেখার।

আরও পড়ুন- গোষ্ঠীদ্ব.ন্দ্বে রাজস্থান-মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছতে পারেনি বিজেপি, ছত্তিশগড়ে ভরসা আ.দিবাসী মুখে

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version