Wednesday, December 10, 2025

কীভাবে রাজ*পুত নেতা সুখদেব সিং গোগামেডিকে খু*ন, তথ্য প্রকাশ পুলিশের!

Date:

Share post:

করনি সেনা প্রধান সুখদেব সিং গোগামেডিকে (Rajput leader and Karni Sena chief Sukhdev Singh Gogamedi)খুনের ষড়যন্ত্র কীভাবে হয়েছিল তা নিয়ে এই বিস্তারিত তথ্য সামনে আনল পুলিশ (Police)। গত ৫ ডিসেম্বর রাজপুত নেতাকে তাঁর জয়পুরের (Jaipur)বাড়িতে গুলি করে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ বলছে সেইসময় ঘটনাস্থলে ৪ জন ছিলেন। কথোপকথনের মাঝখানে, দুজন লোক চেয়ার থেকে উঠে রাজপুত নেতাকে গুলি করেন। গোগামেডিকে (Sukhdev Singh Gogamedi) হত্যার ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিলেন রাজস্থানের গ্যাংস্টার রোহিত গোদারা (Rohit Godara),যিনি কানাডায় থাকেন। পুলিশ বলছে গত বছরের পাঞ্জাবি গায়ক সিধু মুজ ওয়ালা হত্যার সাথে জড়িত গোল্ডি ব্রার এবং লরেন্স বিশনোই-এর গ্যাংয়ের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। সুখদেব সিং গোগামেডিকে হত্যার পরিকল্পনা বেশ কয়েক ধাপে কার্যকরী করা হয়েছিল বলে পুলিশের অনুমান।

জানা যায়, গোদারা লেফটেন্যান্ট বীরেন্দ্র চরণকে একজন শ্যুটার নিয়োগের দায়িত্ব দিয়েছিলেন। রাজস্থানের আজমিরের একটি কারাগারে ধর্ষণের মামলায় সাজা ভোগ করার সময় চরণ ও গোদারার দেখা হয়। গোদারা তদন্তকারীদের জানান যে, গোগামেডি তাঁকে মিথ্যে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে ছিলেন। তাই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি, বলেই ধারণা পুলিশের। এক্ষেত্রে চরণ গোদারার এই প্রতিহিংসার সুযোগ নিয়ে গোগামেডিকে হত্যা করার জন্য প্ল্যানিং করেন। চরণ তার দ্বিতীয় শ্যুটার নিতিন ফৌজিকে জেলে পেয়েছিলেন। ফৌজি বিদেশে পাকাপাকি ভাবে থিতু হতে চেয়েছিলেন। এই সুযোগ চরণ কাজে লাগান এবং দুই বন্দুকধারীকে নিয়ে রাজপুত নেতাকে খুনের পরিকল্পনা করেন। পুলিশ বলছে, চরণ তাঁর নেটওয়ার্কের মাধ্যমে জয়পুরে দুই শ্যুটারের কাছে বন্দুক পাঠিয়ে দেন।কাজ শেষে দুজনে বন্দুকগুলোকে শহরের একটি হোটেলের কাছে পুঁতে দেন বলেই মনে করা হচ্ছে। পুলিশ সেই অস্ত্র উদ্ধারের কাজ করছে। প্রাথমিক তদন্তে গোদারা এবং গোগিমেডির মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের কারণ স্পষ্ট হয়। জাতিভিত্তিক সমীকরণের সমস্যার কথাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

spot_img

Related articles

প্রতারণার অভিযোগ উঠতেই রাগবি ইন্ডিয়া প্রেসিডেন্সির সভাপতিত্বে না অভিনেতা রাহুলের!

প্রাক্তন রাগবি খেলোয়াড় রাহুল বোসের (Rahul Bose) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠতেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা। দায়িত্ব নিয়েও হিমাচল...

নিয়ম না মানায় তিন মাসের জন্য বন্ধ দার্জিলিংয়ের গ্লেনারিসের বার- মিউজিক! 

শীতের মরশুমের শৈল শহরের পর্যটকদের জন্য খারাপ খবর। দার্জিলিং (Darjeeling) বেড়াতে গেলে ম্যালে ঘোরাঘুরির পাশাপাশি অন্যতম আকর্ষণ গ্লেনারিসের...

রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস স্মরণ, শ্রদ্ধা রোকেয়া মিনারে

বরেণ্য শিক্ষাব্রতী, নারীমুক্তির পথপ্রদর্শক ও সাহিত্যিকা রোকেয়া সাখাওয়াত হোসেনের ৯৪তম প্রয়াণ দিবস মঙ্গলবার সকাল ১০:৩০ টায় 'রোকেয়া মিনার'...

নচিকেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরেই স্টেন্ট বসানোর জরুরি অস্ত্রোপচার। আর সেই চিকিৎসাধীন নচিকেতা চক্রবর্তীকে দেখতে মঙ্গলবার...