Thursday, August 21, 2025

ঘড়ির কাঁটায় ২টো, ভিড় বাড়ছে নন্দন ৪ (Nandan 4) অডিটোরিয়ামে। দুপুর ২.৩০ মিনিট, সাংবাদিকদের উসখুস মেজাজ বুঝিয়ে দিচ্ছে এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেই মেগা মুহূর্তের জন্য অপেক্ষা করছে। উৎসবের সূচি পাওয়ার পর সকলেই অপেক্ষা করছিলেন যাঁর জন্য, সেই ‘ফ্যামিলি ম্যান’ মনোজ বাজপেয়ী এলেন ঠিক ৩টের সময়। ততক্ষণে কাতারে কাতারে ভিড় কনফারেন্স হলে। এবার ‘মুখোমুখি মনোজ’, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে অনন্যা চক্রবর্তী এবং অরিন্দম শীল। প্রেস মিটেই যেন সিনেমার ‘গুলমোহরে’ মাস্টার ক্লাস করিয়ে গেলেন গুণী অভিনেতা। বললেন, ” কিফে আসা আমার কাছে গর্বের ব্যাপার”। তার সঙ্গে জানালেন সিনেমার ভাষা বদলাবে এটাই কাঙ্খিত কিন্তু সমাজ সিনেমাকে অনুসরণ করে না। যদি সেটা হত তাহলে বাস্তবের ছবিটা বদলে যেত।

নারী ক্ষমতায়ন নয়, সমানাধিকারে সোচ্চার বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর কথায়, “Success is freedom to choose.” তিনি বললেন, ইচ্ছে থাকলে সিনেমার ভাষা বদলানো যায়। কিন্তু আজকের দিনে বেশ কিছু সিনেমার মেসেজ নিয়ে বিতর্ক হচ্ছে। মনোজ জানান, আমরা নেগেটিভকে গুরুত্ব দিলে সেটা সিনেমার সমস্যা নয়। এমন অনেক ছবি তৈরি হয় যা বিশেষ পজিটিভ অর্থ বহন করে। সমাজ কি সেগুলোকে প্রাধান্য দেয়। পাশাপাশি ডিজিটাল মাধ্যমে সেন্সারশিপ আসারও বিরোধিতা করেন অভিনেতা।

আজ ভিড়ের ঠেলা সামলাতে শিশির মঞ্চ থেকে মাস্টার ক্লাস সরিয়ে দেওয়া হল মুক্তমঞ্চে। সেখানেও তিল ধারণের জায়গা নেই। আজ মনোজের সঙ্গে একতারা মুক্তমঞ্চে সুধীর মিশ্র ছিলেন। মাস্টার ক্লাস পরিচালনা করলেন অরিন্দম শীল। বদলে যাওয়া সিনেমার ভাষাকে বাস্তবের সঙ্গে তুলনা করে তার গ্রহণযোগ্যতার যথাযথ ব্যাখ্যা দিলেন মনোজ। মন দিয়ে শুনল কলকাতা।


Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version