Sunday, November 16, 2025

বাম আমলে মানিক ভট্টাচার্যকে অধ্যক্ষ নিয়োগ বে.আইনি, হাই কোর্টে জানাল ইউজিসি

Date:

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পাশাপাশি এবার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ মামলাতেও এবার বিপাকে মানিক ভট্টাচার্য। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে তাঁর অধ্যক্ষ পদে নিয়োগ ‘বেআইনি’ ছিল বলে সোমবার আদালতে দাবি করল ইউজিসি। মানিক ভট্টাচার্য বাম আমলে নিয়োগ হয়েছিলেন ওই কলেজে।   ইউজিসির এই দাবির ফলে এবার বাম আমলের নিয়োগ নিয়েও উঠল প্রশ্ন।

এদিন ইউজিসি স্পষ্ট জানিয়েছে, ১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল। ওই পদে বসার মতো তার কোনও যোগ্যতাই ছিল না! ইউজিসি একটি মামলায় হলফনামা দিয়ে জানাল  কলকাতা হাই কোর্টে।বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের এজলাসে দানিশ ফারুকির দায়ের করা মামলায় এই হলফনামা দেয় ইউজিসি। ওই কলেজের অধ্যক্ষদের বেআইনি নিয়োগ সহ নানা অভিযোগে দায়ের মামলায় এই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

কয়েক মাস আগেই মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ পদের বৈধতা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, মানিক ভট্টাচার্য ১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। কিন্তু ওই পদে তিনি নিয়ম বহির্ভূত ভাবে নিযুক্ত হয়েছিলেন। ইউজিসির তরফে জানানো হয়, কলেজের অধ্যক্ষ হতে গেলে কোনও ব্যক্তিকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হয়। পিএইচডি কিংবা সমগোত্রীয় কোনও যোগ্যতা থাকতে হয়।এছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হয়। এই সমস্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মানিক অধ্যক্ষ হয়েছিলেন বলে হলফনামায় জানিয়েছে ইউজিসি।

মামলাকারীদের আরও দাবি ছিল, যে কয়দিন তিনি অধ্যক্ষ পদে ছিলেন, সেই কদিনের বেতন তাঁর থেকে নিয়ে নেওয়া হোক।তথ্য বলছে, মানিক ভট্টাচার্যের পেশাদার জীবন শুরু হয় একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসাবে।কলকাতার কাছে বিজয়গড়ের একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। এরপর ১৯৯৮ সালে ৩১ জুলাই তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। এরপরেই তিনি যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। কিন্তু পিএইচডি ডিগ্রি ছাড়া এবং  অধ্যাপনার কোনও অভিজ্ঞতা ছাড়াই তিনি কী করে অধ্যক্ষ পদে বসলেন সেই নিয়েই প্রশ্ন উঠেছে।


Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version