প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার পাশাপাশি এবার যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ মামলাতেও এবার বিপাকে মানিক ভট্টাচার্য। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে তাঁর অধ্যক্ষ পদে নিয়োগ ‘বেআইনি’ ছিল বলে সোমবার আদালতে দাবি করল ইউজিসি। মানিক ভট্টাচার্য বাম আমলে নিয়োগ হয়েছিলেন ওই কলেজে। ইউজিসির এই দাবির ফলে এবার বাম আমলের নিয়োগ নিয়েও উঠল প্রশ্ন।
এদিন ইউজিসি স্পষ্ট জানিয়েছে, ১৯৯৮ সালে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ বেআইনি ছিল। ওই পদে বসার মতো তার কোনও যোগ্যতাই ছিল না! ইউজিসি একটি মামলায় হলফনামা দিয়ে জানাল কলকাতা হাই কোর্টে।
কয়েক মাস আগেই মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ পদের বৈধতা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, মানিক ভট্টাচার্য ১৯৯৮ সাল থেকে যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে ছিলেন। কিন্তু ওই পদে তিনি নিয়ম বহির্ভূত ভাবে নিযুক্ত হয়েছিলেন। ইউজিসির তরফে জানানো হয়, কলেজের অধ্যক্ষ হতে গেলে কোনও ব্যক্তিকে স্নাতকোত্তর স্তরে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হয়। পিএইচডি কিংবা সমগোত্রীয় কোনও যোগ্যতা থাকতে হয়।এছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছর পড়ানোর অভিজ্ঞতা থাকতে হয়। এই সমস্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মানিক অধ্যক্ষ হয়েছিলেন বলে হলফনামায় জানিয়েছে ইউজিসি।
মামলাকারীদের আরও দাবি ছিল, যে কয়দিন তিনি অধ্যক্ষ পদে ছিলেন, সেই কদিনের বেতন তাঁর থেকে নিয়ে নেওয়া হোক।তথ্য বলছে, মানিক ভট্টাচার্যের পেশাদার জীবন শুরু হয় একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক হিসাবে।কলকাতার কাছে বিজয়গড়ের একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। এরপর ১৯৯৮ সালে ৩১ জুলাই তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। এরপরেই তিনি যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন। কিন্তু পিএইচডি ডিগ্রি ছাড়া এবং অধ্যাপনার কোনও অভিজ্ঞতা ছাড়াই তিনি কী করে অধ্যক্ষ পদে বসলেন সেই নিয়েই প্রশ্ন উঠেছে।