Tuesday, August 26, 2025

বিয়ে সাত জন্মের বন্ধন বলে মনে করা হয়। বিভিন্ন ধর্মে বিয়ে নিয়ে নানা রকমের রীতি আছে। কিন্তু তাই বলে বিয়ে করা কখনও কারোর নেশা হতে পারে কি? তাহলে আজকে পরিচয় করাব এমন একজনের সঙ্গে যিনি ১৪ বছরে ২৮৬ টা বিয়ে করেছেন। লালমনিরহাটির জাকির হোসেন ব্যাপারীর (Zakir Hossain Byapari)  আসল নেশা হল বিয়ে করা। তাঁর ডাক নাম রাব্বি। স্বপ্ন ছিল ৭০০ টি বিয়ে করে সকলকে একেবারে তাক লাগিয়ে দেবেন। সিনেমার গল্পকেও ছাপিয়ে গেছে তাঁর জীবন। চাকরি বা ব্যবসা কিছুই করেন না জাকির। অথচ বিলাসবহুল গাড়িতে চড়া, দামি দামি পোশাক পরা তাঁর নিত্যদিনের অভ্যাস। সবটাই হয়েছে প্রতারণা করে। আসলে বিয়ে করে স্ত্রীর টাকা-পয়সা সম্পত্তি হাতিয়ে নেওয়াটাই তাঁর মূল লক্ষ্য। এভাবেই কোটিপতি হতে চেয়েছিলেন জাকির।

লালমনিরহাট জেলার আদিত্যপুর থানার দুর্গাপুরে এই জাকিরের বাড়ি। ২০০৫ সালে মাত্র ২১ বছর বয়সে প্রথম বিয়ে করেন। তারপর থেকে প্রতিমাসেই বিয়ে করতেন। জৈবিক চাহিদা পূরণের নামে মূলত ধর্ষণ এবং প্রতারণার মাধ্যমে টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়াই একমাত্র উদ্দেশ্য ছিল এই জাকিরের। শুধুমাত্র বিয়েই নয় মহিলাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ভাইরাল করে দেওয়ার নামেও ব্ল্যাকমেইল করে টাকা হাতানোর অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। ২০১৮ সালে তাঁর কুকীর্তি প্রথমবার সকলের সামনে নিয়ে আসেন প্রতারিত এক মহিলা। তিনি আদালতে মামলা করেন। এই মামলায় অভিযুক্ত জাকিরকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জামিন পাওয়ার পর আবার নিজের চেনা ফর্মে ফিরে যান তিনি। পরবর্তীতে একাধিক মহিলা তাঁর বিরুদ্ধে মামলা করেন এবং হাজতবাস করতে হয় অভিযুক্তকে। নিজেকে কখনও লন্ডনের ডিগ্রিধারী আবার কখনো সরকারি আধিকারিক বলে সকলের সামনে পরিচয় দিতেন জাকির। এইভাবে চলতে চলতে অবশেষে ২০১৯ সালে ঢাকার তেজগাঁও থানায় এক তরুণী জাকিরের বিরুদ্ধে FIR করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জাকির সবটা স্বীকার করেন অভিযুক্ত। তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নারীদের টার্গেট করতেন অভিযুক্ত। তারপর তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বা অন্তরঙ্গ মুহূর্ত তৈরি করে ভয় দেখিয়ে টাকা আদায়ের পথ বেছে নিয়েছিলেন তিনি।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version