Monday, November 10, 2025

এখনও করাননি আধার আপডেট (Aadhar Card)? চিন্তার কোনও কারণ নেই। ফের বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা। এর আগে বৃহস্পতিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর পর্যন্ত আধার আপডেটের সময়সীমা ছিল। কিন্তু মঙ্গলবার আধার কর্তৃপক্ষের তরফে নতুন নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ২০২৪ সালের ১৪ মার্চ অবধি বিনামূল্যে আধারের যাবতীয় তথ্য আপডেট করা যাবে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও জানিয়েছে, মাই আধার পোর্টালে গিয়ে বিনামূল্যে এই তথ্য আপডেট করতে পারবেন সাধারণ মানুষ। আধার আপডেটের বিষয়ে দেশবাসীর থেকে যে আবেদন ও প্রতিক্রিয়া মিলেছে তার উপর ভিত্তি করেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আধার কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি পোর্টালে আধারের আপডেট করলে কোনও খরচ লাগবে না। তবে কোনও আধার ব্যবহারকারী অনলাইনের পরিবর্তে আধার কেন্দ্রে গিয়ে অফলাইনে আধার আপডেট করেন, তাহলে ৫০ টাকা ফি দিতে হবে। ১৪ মার্চের পর আধার কার্ডের তথ্য আপডেটের জন্য ২৫ টাকা ফি লাগবে।

কীভাবে আপডেট করতে পারবেন?

 

  • প্রথমেই মাই আধার ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ – লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এবার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপরে নাম, লিঙ্গ, জন্মতারিখ ও ঠিকানা আপডেট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপডেট আধার অনলাইন বাটনে ক্লিক করতে হবে।
  • এবার যে তথ্য আপডেট করবেন, সেই অপশনে ক্লিক করতে হবে এবং ‘প্রসিড টু আপডেট আধার’ অপশনে ক্লিক করতে হবে।
  • নতুন ওয়েবপেজ খুললে সেখানে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর আসবে। এটি নিজের কাছে রেখে দিন।

তবে মাই আধার পোর্টাল থেকে আধার কার্ডের নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, ফোন নম্বর বা ইমেইল আইডি আপডেট করা যাবে বিনামূল্যে। তবে আধার কার্ডের ছবি, আইরিশ বা বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য সরাসরি আধার সেন্টারে যেতে হবে।

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version