Wednesday, August 27, 2025

বর্ধমান রেল স্টেশনের দুর্ঘটনায় উদ্বিগ্ন রাজ্য, জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Date:

বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে বেঘোরে প্রাণ গিয়েছে তিনজনের,জখম ২৭ জন।এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন রাজ্য সরকার।প্রায় ১৩৩ বছরের পুরনো এই ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণে কোনও উদ্যোগই ছিল না রেলের, এমনই অভিযোগ করেছেন যাত্রীরা। তাদের বক্তব্য, বছরখানেক আগে ট্যাঙ্কের চাঙর ভেঙে পড়েছিল। সেইসময় রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও, কাজের কাজ কিছু হয়নি।শতাধিক বছরের পুরনো এই ট্যাঙ্কটি মেরামতের কোনও উদ্যোগই নেওয়া হয়নি। আগেভাগে ব্যবস্থা নিলে, আজ বেঘোরে এভাবে তিনটি প্রাণ চলে যেত না।

মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বুধবারই পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন। মৃতদের পরিবারের পাশে থাকতে এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে তিনি নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসককে রেলের সঙ্গে সমন্বয় সাধন করে উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

রেল সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। আহত ২৭ জনেরও বেশি।উদ্ধার কাজের জন্য ১, ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছে। তদন্তের জন্য রেল তিন সদস্যের কমিটি গড়েই দায় সেরেছে। এরই মাঝে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন।বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালকে সমস্ত ব্যবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যার তরফে। মুখ্যসচিব অর্থপেডিক বিভাগকে সজাগ থাকার কথাও বলেছেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version