Tuesday, November 4, 2025

শান্তির পক্ষে সওয়াল! রাষ্ট্রসংঘে পাশ গাজায় যু.দ্ধবিরতির প্রস্তাব, ভারত পাশে দাঁড়ালেও বি.রোধিতা আমেরিকার

Date:

যুদ্ধবিরতি শেষের পর ফের নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে হামাস-ইজরায়েলের (Hamas-Israel) মধ্যে। কবে এই যুদ্ধ পাকাপাকিভাবে বন্ধ হবে তা নিয়ে সন্দিহান গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে ফের একবার ইজরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় (United Nations General Assembly)। আর সেই প্রস্তাবনায় ‘যুদ্ধবিরতি’র দাবির সপক্ষেই ভোট দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাশ হল একটি খসড়া প্রস্তাব। যেখানে যুদ্ধ থামিয়ে অবিলম্বে গাজায় (Gaza) মানবিকতার কারণে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে।

উল্লেখ্য, মাসদুয়েক কেটে গেলেও এখনও যুদ্ধ জারি ইজরায়েল-হামাসের মধ্যে। মাঝে এক সপ্তাহের যুদ্ধবিরতি হলেও, ফের যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। এদিকে হামাসের শেষ দেখে ছাড়ার শপথ নিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধের ভয়াবহতা যত বাড়ছে, ততই উদ্বিগ্ন হয়ে উঠছে অন্যান্য দেশগুলি। এই পরিস্থিতিতে ফের একবার ইজরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হল রাষ্ট্রসংঘের সাধারণ সভায়। সেই প্রস্তাবনায় যুদ্ধবিরতির দাবির সপক্ষেই ভোট দিল ভারত (India)। তবে শুধু ভারত নয়, সব মিলিয়ে ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বলে খবর। অন্যদিকে, ২৩ দেশ ভোট দেয়নি বলেই খবর। বিপক্ষে ভোট দিয়েছে ১০ দেশ। যার মধ্যে রয়েছে আমেরিকাও (America)।

এদিকে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, ভারত সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তিনি আরও জানান, দীর্ঘস্থায়ী মানবিক সংকট ও বিপুল প্রাণহানির সাক্ষী হয়েছে গাজা। এই পরিস্থিতিতে দুতরফের মধ্যে শান্তিপূর্ণ ও মজবুত সমাধান অত্যন্ত প্রয়োজন।

 

 

 

 

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version