Sunday, August 24, 2025

কবে হবে লোকসভা নির্বাচন (Loksabha Election)? আইসিএসই (ICSE), আইএসসি (ISC) পরীক্ষার পাশাপাশি এবার সিবিএসইও (CBSE) তাদের পরীক্ষাসূচি ঘোষণা করে দেওয়ায় শুরু হয়েছে জল্পনা। সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হচ্ছে ২ এপ্রিল। আইএসসি পরীক্ষা শেষ হবে ৩ এপ্রিল। দেশের সব রাজ্য শিক্ষা সংসদের পরীক্ষাই মার্চের মধ্যে শেষ হয়ে যাবে বলে খবর। তবে পড়ুয়াদের নিরিখে দেশের সবচেয়ে বড় বোর্ড সিবিএসই-ই। আর দু’টি সর্বভারতীয় বোর্ডের পরীক্ষাসূচি ঘোষণা হওয়ার পর রাজনৈতিক মহলের মতে, মোটামুটি ২০১৯ সালের মতো সময়েই হতে চলেছে লোকসভা ভোট।

উল্লেখ্য, ২০১৯ সালে সিবিএসই দ্বাদশের পরীক্ষা শেষ হয়েছিল ৬ এপ্রিল। প্রথম দফার লোকসভা ভোট ছিল ১১ এপ্রিল। সে বার মোট সাত দফায় লোকসভা নির্বাচন হয়। শেষ দফার ভোটগ্রহণ ছিল ১৯ মে। এরপর ২৩ মে সারা দেশে এক দিনে ভোটগণনা হয়েছিল। আর সেই পথ ধরেই আগামী লোকসভা নির্বাচন এগিয়ে আসতে পারে বলে জল্পনা। এপ্রিল-মের বদলে মার্চ-এপ্রিলে নির্বাচন হয়ে যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু সর্বভারতীয় দুই পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার পর অনেকেই মনে করছেন, পরীক্ষার মাঝে ভোট না করানোরই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।

তবে নির্বাচন এগিয়ে আনা প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, সাধারণত প্রতিবারই সর্বভারতীয় বোর্ডগুলির পরীক্ষা শেষ হওয়ার পর লোকসভা নির্বাচন শুরু হয়। যদি এ বার রামমন্দিরকে ভোটের অস্ত্র করতে বিজেপি আগ্রাসী হয়ে নামে তা হলে আলাদা বিষয়। সেটা হলে গণতন্ত্রের উপর আরও একটা আঘাত এসে পড়বে। তবে এ বার কবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে সে দিকে তাকিয়ে গোটা দেশ।

 

 

 

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version