বসিরহাটের ইটিন্ডায় দুর্ঘ.টনা! ইটভাটার চি.মনি ভেঙে মৃ.ত ৩, আহ.ত ৩৫

ইটভাটার চিমনি ভেঙ্গে (broken chimney of brick kiln) ভয়াবহ দুর্ঘটনা বসিরহাটে। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম অবস্থায় ৩৫ জন বসিরহাট হাসপাতালে (Basirhat Hospital) ভর্তি। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে দমকলের আধিকারিকরা পৌঁছেছেন এবং ইতিমধ্যেই জেসিবি নিয়ে গিয়ে ভেঙে পড়া চিমনি সরানোর কাজ চলছে। চাঙরের তলায় কেউ আটকে আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার সন্ধ্যা নাগাদ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার দধতিতা গ্রামে একটি ইটভাটায় ফায়ারিং করার জন্য শ্রমিকরা কাজ করছিলেন। চুল্লি জ্বালাতে গিয়ে আচমকাই বিস্ফোরণ হয়, ভেঙে পড়ে ভাটার চিমনি। প্রাথমিকভাবে ৩৫ থেকে ৪০ জন আহত হন বলে জানা যাচ্ছে। দ্রুত তাঁদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই হাফিজুল মণ্ডল বলে বছর ৩৫ এর এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়। বাকি ২ জন চিমনির তলায় চাপা পড়ে মারা যান। এখনও বেশ কয়েকজন তলায় আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ (Basirhat Police)।

Previous articleবিধাননগরের বাসিন্দাদের চকচকে রাস্তা উপহার পুরসভা
Next articleঅনন্য সম্মান, ‘হল অফ ফেমে’ স্থান পেলেন লিয়েন্ডার-বিজয় অমৃতরাজ