Friday, November 7, 2025

ফের বসছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প, নবান্নের বৈঠকে একাধিক নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

ফের বসছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। হবে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচিও। তার আগে এই প্রকল্পের প্রস্তুতি নিয়ে আজ, বুধবার নবান্নে জরুরি বৈঠকে করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।নবান্ন সূত্রে জানা গিয়েছে,  বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় বাড়িয়ে কীভাবে এই ক্যাম্প করা হবে তা নিয়ে মুখ্যসচিব থেকে বিডিও পর্যায়ের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয় এদিনের বৈঠকে।

আগামী শুক্রবার থেকে রাজ্যে আরেক দফায় দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। চলতি বছরের শেষে এই দুয়ারে সরকার কর্মসূচি থেকে মোট ৩৬ টি পরিষেবা পাওয়া যাবে। দুয়ারে সরকার কর্মসূচির প্রস্তুতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিবরাও বৈঠকে উপস্থিত ছিলেন। দুয়ারে সরকার কর্মসূচি সফল ভাবে পরিচালনা করার জন্য মুখ্যসচিব বৈঠকে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সম্প্রতি, উত্তরবঙ্গের একাধিক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক করেছিলেন। জাতিগত শংসাপত্র বেশ কিছু ক্ষেত্রে ভুয়ো বলেও তিনি জানান।তার প্রেক্ষিতে এদিন মুখ্যসচিব জাতিগত সংশাপত্র দেওয়ার ক্ষেত্রে সবরকম সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনেই জাতিগত সংশাপত্র বিলি করতে হবে বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। জাতিগত সংশাপত্র দেওয়ার ক্ষেত্রে আদিবাসী অধ্যুষিত জেলাগুলিতে বিশেষ নজরদারি রাখার তিনি নির্দেশ দিয়েছেন। যে সব আদিবাসীদের জাতিগত শংসাপত্র নেই তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য জোগাড় করতে হবে। যোগ্যরা যাতে  কোনও ভাবেই সংশাপত্র থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে বলা হয়েছে। দুর্গম এলাকায় ভ্রাম্যমান শিবিরের সংখ্যা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

এরি পাশাপাশি, আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে পরিষেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে নবান্ন থেকে জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। গোটা বিষয়টি দেখভালের জন্য ৪০ জন  আই এ এস আধিকারিককে নিয়োগ করার পাশাপাশি রাজ্য, জেলা ও ব্লক স্তরে মোট ৪৭৩টি কন্ট্রোল রুম খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রামীন এলাকাগুলিতে শিবিরের সময় সব দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। মোট এক লক্ষ শিবিরের মধ্যে প্রত্যন্ত এলাকায় ৪০ শতাংশ ভ্রাম্যমান শিবির আয়োজনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

প্রথম দফায় আগামী ৩০ তারিখ পর্যন্ত চলা এইবারের শিবির থেকে ১৮টি দফতরের মোট ৩৬ টি পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে। শিবিরে কোন প্রকল্পে আবেদনের জন্য জেরক্স করা আবেদন পত্র বিলি করা যাবে না বলে জানানো হয়েছে। প্রয়োজনে একটি টোল ফ্রি হেল্প লাইন খোলা হয়েছে যার নম্বর ১৮০০ ৩৪৫ ০১১৭ । এর আগে সাতটি দুয়ারে সরকার শিবির কর্মসূচী থেকে আট কোটির বেশি মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে বলে সরকারি ভাবে দাবি করা হয়েছে।

এরই পাশাপাশি, দুয়ারে সরকারের ক্যাম্পে যাতে কোনও রকম আবেদনপত্র জেরক্স করে বিলি না করা হয় তা নিয়েও জেলাশাসকদের সতর্ক করেন মুখ্যসচিব। দুয়ারে সরকার শিবিরে সরকারি প্রকল্পের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের আলো প্রকল্পের শিবিরেরও আয়োজন করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকেও বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি বছরের শেষ  দুয়ারে সরকার কর্মসূচি আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।  এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে প্রান্তে ক্যাম্পে করে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তবে, রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী। এইবার দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধাও যুক্ত করা হয়েছে।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...