Wednesday, May 7, 2025

নাবালিকাকে একাধিকবার ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার

Date:

নাবালিকাকে ধর্ষণের দায়ে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ককে দোষী সাব্যস্ত করল আদালত। মঙ্গলবার এই রায় দিয়েছে রাজ্যের সোনভদ্র জেলার একটি আদালত। ২২০১৪ সালে একটি ধর্ষণের মামলায় ১৫ বছরের নাবালিকার ওপরে শারীরিক নির্যাতন চালানোর মামলায় অভিযুক্ত ওই বিধায়ক।  অভিযুক্ত বিধায়কের নাম রামদুলার।

২০২২ সালের নির্বাচনে তিনি দুটি আসন থেকে জয়ী হয়েছিলেন। এতদিন জামিনে ছিলেন তিনি। বিশেষ পাবলিক প্রসিকিউটর সত্য প্রকাশ ত্রিপাঠি জানান, আদালত বিধায়ক রামদুলারকে দোষী সাব্যস্ত করার পরে, তাকে অবিলম্বে হেফাজতে নেওয়া হয়। নির্যাতিতার আইনজীবী বিকাশ শাক্য বলেছেন, বিধায়ককে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং ৫০৬ (প্রমাণ হারিয়ে ফেলা এবং মিথ্যা তথ্য দেওয়া) এবং পক্সো আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইনজীবী শাক্য জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর এই মামলায় আদালত সাজা ঘোষণার দিন ধার্য করেছে।

জানা গিয়েছে, ঘটনার দিন ২০১৪ সালের ৪ নভেম্বর যখন নাবালিকা প্রাতকৃত্য সারতে ঘরের বাইরে যায়, তখন বিধায়ক তার ওপর পাশবিক নির্যাতন চালায়। ঘরের ফিরে এসে তার দাদাকে সব কথা জানায় সে। নাবালিকা আরও জানায় গত বছরে তাকে ভয় দেখিয়ে বিধায়ক তাকে একাধিকবার ধর্ষণ করেছে। আইনজীবী বিকাশ শাক্য জানিয়েছেন, বর্তমানে নির্যাতিতা নাবালিকা বিবাহিত। বিচার চলাকালীন আদালতে যখন তার বিবৃতি রেকর্ড করা হয়েছিল, তখন মেয়েটি বিবাহিত ছিল। তিনি এখন তার পরিবারে সঙ্গে রয়েছেন।

 

 

Related articles

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...

যুদ্ধ নয়, লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার তথ্য পেশ দুই মহিলা সেনাকর্তার

কেন পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা তা নিয়ে কোনও ব্যাখ্যারই প্রয়োজন নেই। কিন্তু যারা প্রশ্ন তুলছেন হামলার ধরণ নিয়ে...
Exit mobile version