Thursday, August 21, 2025

বর্ধমানে স্টেশনে দু.র্ঘটনার দেড়দিন পরে আ.হতদের দেখতে হাসপাতালে রাজ্যপাল, দু.র্ঘটনাস্থলও পরিদর্শন

Date:

বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান (Bardwan) মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার, সন্ধে ৭টা নাগাদ বর্ধমান মেডিক্যালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বোস জানান, “একটা দুর্ঘটনা ঘটেছে। কী কারণে ঘটেছে তার তদন্ত চলছে। তিনি নিজেও গোটা বিষয়টি নজরে রেখেছেন”। রেল দফতরের গাফিলতির অভিযোগ প্রসঙ্গ এড়িয়ে আনন্দ বোস জানান, “তদন্ত চলছে।”

এদিন হাসপাতালে ভর্তি থাকা একটি শিশুর লেখাপড়ার জন্য প্রতি মাসে রাজভবন থেকে ৫ হাজার টাকা করে ১ বছর দেওয়ার কথা ঘোষণা করেন। এরই পাশাপাশি আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এদিন হাসপাতালের চিকিৎসক এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।

বর্ধমান মেডিক্যাল কলেজ পরিদর্শনের পর রাজ্যপাল চলে যান দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, বিশেষ করে আহতদের সবরকমের সহযোগিতার জন্য রাজভবন প্রস্তুত রয়েছে। রাজ্যপালের বক্তব্য, “রেলওয়ে আধিকারিকরা বিস্তারিতভাবে জানাবেন। যাঁরা কাজ হারিয়েছেন, যাঁদের দ্রুত সহায়তার প্রয়োজন, তাঁরা যোগাযোগ করলে যতটা সম্ভব হবে তা সাহায্য করা হবে।”

রাজ্য প্রশাসন বুধবার সব রকম সাহায্য নিয়ে বর্ধমান স্টেশনে আহতদের পাশে দাঁড়িয়েছে রাজ্য প্রশাসন। বর্ধমান মেডিক্যাল কলেজে তাঁদের সুচিকিৎসার ফলে আহতরা সেরে উঠছেন। এই পরিস্থিতিতে আগ বাড়িয়ে রাজ্যপালের সাহায্য করতে যাওয়া বা দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কে নিতান্ত ‘লোক দেখানো’ বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- প্রোজেক্ট পুরুলিয়া: শ.বর-আ.দিবাসী মানুষের পাশে মন্ডল বাগান মিলনী সংঘ

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version