Sunday, November 9, 2025

প্রোজেক্ট পুরুলিয়া: শ.বর-আ.দিবাসী মানুষের পাশে মন্ডল বাগান মিলনী সংঘ

Date:

মানুষের পাশে মণ্ডল বাগান মিলনী সংঘ (Mondal Bagan Milani Sangha)। বস্ত্র থেকে ওষুধ-খাবার সব নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডের শবর ও আদিবাসী জনগোষ্ঠী পরিবারের পাশে হাজির হুগলি (Hooghly) জেলার চন্দননগরের (Chandannagar) এই ক্লাব। হুগলির চন্দননগরের মন্ডল বাগান মিলনী সংঘের শবর কল্যানমূলক প্রকল্প, যার নাম “প্রোজেক্ট পুরুলিয়া”। এটি তাদের চতুর্থতম বর্ষ। সংস্থার সম্পাদক শ্রীযুক্ত শুভদীপ চ্যাটার্জী মহাশয় বলেন “এবারে তাদের লক্ষ্য পুরুলিয়া, বাঁকুড়া ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডের শবর ও আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত প্রায় ৫০টি গ্রামের ৭৭৮টি পরিবারের হাতে প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়া। ভবিষ্যতে এখানকার বাসিন্দাদের জন্য আরও বড় কিছু করার পরিকল্পনাও রয়েছে তাদের”।

সংস্থার অন্যতম সদস্য শ্রী প্রশান্ত দত্ত মহাশয় জানান যে, “ইতিমধ্যে বিগত পাঁচ দিনে তাদের সংস্থার পক্ষ থেকে পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের ধাদকা গ্রাম পঞ্চায়েতের পোপো, ঘোলহুড়া, মৃগীচামী, পাড়গোড়া, হলুদবনী, শেকাবাসা প্রমুখ গ্রাম সহ মোট ৩৭টি গ্রামের শবর বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে বস্ত্র, শীতবস্ত্র, কম্বল” । রাজ্যের সীমা ছাড়িয়ে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার অন্তর্গত ধারাগিরি জলপ্রপাতের নিকট বাসাডেরা ও রামচন্দ্রপুর নামক দুটি গ্রামেও বসবাসকারী শবর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই সকল জিনিসপত্র । শুধুমাত্র পোশাক ও কম্বলই নয়, ক্লাবের পক্ষ থেকে নিয়ে যাওয়া সীমিত কিছু ওষুধও প্রত্যেকের প্রয়োজন মতো যথাসম্ভব প্রদান করা হয়। স্থানীয় সকল শিশুদের মধ্যে গল্পের বই, খাতা, পেন, পেন্সিল বক্স, বিস্কুট, লজেন্স ও কেকও বিতরণ করা হয়। ক্রীড়াক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য সংস্থার পক্ষ থেকে এখানকার কিশোরদের ফুটবলও প্রদান করা হয় ।

সংস্থার অন্যতম মহিলা সদস্যা শ্রীমতী কাকলি চক্রবর্তী জানান, “প্রায় সকল মহিলাদের সাথে কথা বলে স্থানীয় মহিলাদের প্রয়োজনীয়তার কথা তাঁরা লিপিবদ্ধ করছেন।। যাতে ভবিষ্যতে সেই মতো করে প্রয়োজনীয় সামগ্রী যথাসাধ্য তাদের প্রদান করা যায়”। সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর মন্ডল বাগান মিলনী সংঘ আগামীদিনে আবারও পুরুলিয়ার শবর অধ্যুষিত এলাকায় যথাসাধ্য সহায়তার হাত প্রসারিত করবে এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ ।

আরও পড়ুন- কথা রাখলেন অভিষেক, ডায়মন্ড হারবারে ব.ঞ্চিত হাতে পৌঁছল অর্থ সাহায্য

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version