Wednesday, November 5, 2025

মাছ-মাংস বন্ধের ফতোয়া মধ্যপ্রদেশে, মুখ্যমন্ত্রী পদে এসেই গেরুয়াকরণ!

Date:

কথায় আছে – আপ রুচি খানা। কিন্তু এবার সেই রুচিতেই টান মধ্যপ্রদেশ সরকারের। শপথ নিয়েই রাজ্যবাসীর আমিষ খাবারে লাগাম লাগানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মোহন যাদবের (Mohan Yadav)। অর্থাৎ ঘর থেকে বেরোলে জনগনের কী কর্তব্য এবার কী তা নিয়ন্ত্রণ করতে চাইছে মোহন যাদব পরিচালিত সরকার? শুক্রবার থেকেই শুরু হবে এই নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া।

বুধবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শপথ নেওয়ার পরই প্রথম ক্যাবিনেট বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেই নেওয়ার হয় দুটি সিদ্ধান্ত। প্রথমত, প্রকাশ্য জায়গা বা ধর্মীয়স্থানে লাউড স্পীকার (loud speaker) বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি প্রকাশ্য জায়গায় মাংস (meat) বা ডিম (eggs) বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেওয়া হয়। পুলিশ, খাদ্য দফতর (food department) ও স্থানীয় নগর প্রশাসন এই বিষয়ে প্রচার শুরু করবে। ১৫দিন ধরে চলবে প্রচার। তারপরই এই আইন বলবৎ করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে বহুবার বিজেপি (BJP) পরিচালিত রাজ্যগুলিতে আমিষ খাবারের ওপর ফতোয়া জারি নিয়ে উত্তাল হয়েছে দেশের রাজনীতি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো রাজ্যে মাংস, বিফের ওপর নিষেধাজ্ঞা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তবে কোথাও পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত এর আগে লাগু হয়নি। আরএসএস সংগঠন থেকে মুখ্যমন্ত্রীর পদে উঠে আসা মোহন যাদবকে নিয়ে বিরোধীরা এমনিতেই বিভিন্ন ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন। এই সিদ্ধান্তে যেন সেই সিদ্ধান্তেই শিলমোহর লাগলো।

অন্যদিকে কংগ্রেসের (Congress) দাবি, রাজ্যে বেকারত্ব দূর করা সরকার ও মুখ্যমন্ত্রীর প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কর্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মোহন যাদবের প্রথম ক্যাবিনেট বৈঠকে সেই বিষয় নিয়ে কোনও আলোচনাই হয়নি।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version