বৃহস্পতিবার দুপুরে বিপাকে মেট্রো যাত্রীরা (Metro Service suspended)। যান্ত্রিক গোলযোগে থমকে গেল মেট্রো। জানা যাচ্ছে নোয়াপাড়া আর বরানগরের (In between Noyapara and Baranagar) মাঝে মেট্রোর থার্ড লাইনে সমস্যা হওয়ায় দমদম থেকে দক্ষিণেশ্বর (Dumdum to Dakshineswar) পর্যন্ত মেট্রো চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ভোগান্তিতে যাত্রীরা। যদিও দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রয়েছে। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
