Saturday, August 23, 2025

সংসদ ভবনে তা.ণ্ডব চলাকালীন কী করছিলেন রাহুল? সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল ছবি

Date:

প্রথম থেকেই তিনি রাফ অ্যান্ড টাফ। যেকোনও পরিস্থিতিতেই নাকি তিনি মাথা ঠাণ্ডা রেখে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। এমনটাই দাবি কংগ্রেসের। তবে শুক্রবার ফের নয়া ভূমিকায় দেখা দিলেন কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। বুধবার সংসদে স্মোক বম্ব (Smoke Bomb) নিয়ে হামলার সময় যখন বাকি সাংসদরা প্রাণভয়ে ছোটাছুটি করতে ব্যস্ত, সেই সময়ই নয়া সংসদ ভবনে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল সেই ছবি। কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বুধবারই রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন।

ছবিতে দেখা যাচ্ছে, লোকসভা যখন রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে তখন সামনের সারিতেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাহুল। তাঁর চোখে মুখে একটুও ভয়ের ছাপ নেই। সুপ্রিয়া সোনিয়া তনয়ের ছবি পোস্ট করে লেখেন, “ভয় পাবেন না। এটা শুধু কথায় নয়, কার্যকলাপের মাধ্যমেও প্রকাশ করতে হয়”। ছবির ক্যাপশনেও লেখা, “যখন সংসদে অশান্তি হচ্ছিল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে ছিলেন নেতা”। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল রাহুল গান্ধীর সেই ছবি। উল্লেখ্য, সম্প্রতি চার রাজ্যের নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। দল ও দলের বাইরে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাহুলকে। তবে বুধবার তিনি নিজেকে অকুতোভয় বলে প্রমাণ করে কী বার্তা দিতে চাইলেন? তা নিয়ে ইতিমধ্যে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, বুধবার সংসদে লোকসভার অধিবেশন চলাকালীন দুই যুবক দর্শকাসন থেকে ঝাঁপ দেয় এবং এক যুবক হলুদ স্মোক বম্ব নিয়ে স্লোগান দিতে দিতে স্পিকারের দিকে ছুটে যান। তবে কোনও বিপদ ঘটার আগেই তাদের ধরে ফেলেন সাংসদরা। অভিযুক্ত দুই যুবকের নাম সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। তাঁরা বিজেপি সাংসদ প্রতাপ সিমহার কাছ থেকে ভিজিটর পাস জোগাড় করেছিলেন বলে খবর।

 

 

 

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version