প্রথম ম্যাচ ভেস্তে গেছে, দ্বিতীয় ম্যাচে লড়াই করেও জঘন্য বোলিং এর খেসারত দিতে হয়েছে সূর্য কুমারের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team)। আজ ভারত (Indian Cricket Team) ও দক্ষিণ আফ্রিকা নিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের (IND vs SA 3rd ODI) শেষ ম্যাচ খেলতে আজ জোহানেসবার্গ নামবে দুই দল। কিন্তু খেলা কি হবে নাকি ফের বিঘ্ন ঘটাবে বৃষ্টি (Rain)? আগের ম্যাচে জয় পাওয়াও এই ম্যাচ জিতে সিরিজ জেতার সুযোগ প্রোটিয়াদের। ভারতের কাছে সুযোগ থাকবে সিরিজের সমতা ফেরানোর।

তিন ম্যাচের সিরিজ়ের ১-০ এগিয়ে দক্ষিণ আফ্রিকা।ডারবানে আয়োজিত ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এক বলও খেলা সম্ভব হয়নি। এবেখায় দ্বিতীয় ম্যাচেও নামে বৃষ্টি। অনেকেই বলেছেন সেই ম্যাচে বৃষ্টি না হলে ভারতের জেতার সম্ভাবনা অনেক বেশি ছিল। আগের ম্যাচে ভারতীয় দল প্রায় ২০ ওভার (১৯.৩) ব্যাট করলেও, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ইনিংস ১৫ ওভারে কমিয়ে আনা হয়। আর তাতেই দাপট দেখায় প্রোটিয়ারা। বদলা নেওয়ার লক্ষ্যে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সুখবর হল তৃতীয় ম্যাচে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ম্যাচের সময় তাপমাত্রাও বেশ মনোরমই থাকার কথা। পূর্বাভাস অনুযায়ী ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৮ ডিগ্রি থাকবে। তাই সম্পূর্ণ ম্যাচ দেখার আশা করতেই পারেন সমর্থকরা।
