Thursday, August 28, 2025

ডিজিটাল ডিভাইসের গাইডলাইন তৈরির নির্দেশ দিয়ে সময়সীমা বাঁধল সুপ্রিম কোর্ট

Date:

মোবাইল বা অন্য যে কোনও ডিজিটাল ডিভাইস (Digital Device) বাজেয়াপ্ত করার ক্ষেত্রে নিয়ম থাকা উচিত। সেই কারণে এই বিষয়ে গাইডলাইন তৈরি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৬ সপ্তাহের মধ্যে কেন্দ্র, পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাকে গাইড লাইন তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গাইডলাইন তৈরি না করা পর্যন্ত সিবিআই নির্দেশিকা অনুযায়ী, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্তকরণ করতে হবে। নির্দেশ দেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার। পরবর্তী শুনানি ৬ ফেব্রুয়ারি।

২০২১ থেকে এই গাইডলাইন তৈরির কথা বলা হলেও, দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কিষণ কাউল এদিন মন্তব্য করেন, “আমরা যখন নোটিশ জারি করেছি, তখন কিছু সময়সীমা তো মানতে হবে। দুই বছর কেটে গিয়েছে!”

তদন্তকারীদের সীমাহীন ক্ষমতার ফলে ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্তকরণের মধ্য দিয়ে নাগরিকের ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করে ফাউন্ডেশন ফর মিডিয়া প্রফেশনাল এবং পাঁচ শিক্ষাবিদ ও গবেষকের দুটি জনস্বার্থ মামলা করেন। শুনানি চলছে। সেখানেই বলা হয়, সাংবাদিকদের কাছে থাকা ডিজিটাল ডিভাইস যখন-তখন বাজেয়াপ্ত করা ঠিক নয়। মোবাইল বা অন্য কোনও ডিভাইস বাজেয়াপ্ত করার ক্ষেত্রে নিয়ম থাকা উচিত বলে জনস্বার্থ মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

আরও পড়ুন- ইটভাটার রক্ষণাবেক্ষণে কী ব্যবস্থা? ঘোষণা সরকারি সাহায্যের

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version