ধোনির বিরুদ্ধে ম‍্যাচ গ.ড়াপেটার অভিযোগকারী IPS অফিসারের ১৫ দিনের জে.ল

আইপিএলের বেটিংকাণ্ডে ধোনির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলায় ২০১৪ সালে জি সম্পথ কুমার এবং একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে

0
2

মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ম‍্যাচ গড়াপেটার এমনই মারাত্মক অভিযোগ উঠেছিল।বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এই অপমান মেনে নিতে পারেননি। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তদন্তকারী আইপিএস অফিসার জি সম্পথ কুমার। এরপর ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন মাহি। অবশেষে সেই আইপিএস অফিসারকে ১৫ দিনের জন্য কারাদণ্ডের নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। তবে এখনই জেলে যেতে হচ্ছে না ওই অফিসারকে। বরং সেই রায়ের বিরুদ্ধে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন দেওয়া হয়েছে। তারপর সেই রায় কার্যকর হবে। আগেই ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন ধোনি। কিন্তু তারপর সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় ওই অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

আইপিএলের বেটিংকাণ্ডে ধোনির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলায় ২০১৪ সালে জি সম্পথ কুমার এবং একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলার মানহানির মামলা দায়ের করেছিলেন সিএসকের অধিনায়ক ধোনি। বেটিংকাণ্ডে তাঁর বিরুদ্ধে জনসমক্ষে যাতে কোনওরকম মানহানিকর মন্তব্য করা থেকে ওই আইপিএস অফিসার এবং ওই সংবাদমাধ্যম বিরত থাকেন, সেই নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানান সিএসকের অধিনায়ক। ধোনির সেই আবেদনের ভিত্তিতে ওই আইপিএস অফিসার এবং সংবাদমাধ্যমকে কোনও মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

তারপর হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল ওই সংবাদমাধ্যম। হলফনামা দাখিল করেছিলেন ওই আইপিএস অফিসারও। তাঁর হলফনামার বিরুদ্ধে পাল্টা আদালত অবমাননার মামলা দায়ের করেন ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক দাবি করেন যে সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন আইপিএস অফিসার। তার জেরে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল ওই আইপিএস অফিসারের বিরুদ্ধে। আর সেই মামলায় আজ সাজা ঘোষণা করেছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এসএস সুন্দর এবং বিচারপতি সুন্দর মোহনের ডিভিশন বেঞ্চ। তবে এই রায়ের পরে আপাতত কোনও মন্তব্য করেননি ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন:সরানো হলো রোহিতকে, মুম্বইয়ের নতুন অধিনায়ক হার্দিক